Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ে করছেন প্রতীক


২৩ জানুয়ারি ২০১৯ ১৬:৪৭

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

আট বছর প্রেম করেছেন বলিউড অভিনেতা প্রতীক বব্বর ও সানিয়া সাগর। অনেক দিনের প্রণয় শেষে ২০১৭ সালে এসে বিয়ের সিদ্ধান্ত নেন দুজনে। তবে ক্যারিয়ার নিয়ে ব্যস্ততার কারণে বিয়ের লগ্নে বসতে লেগে গেল আরও দু’বছর। সবকিছু ঠিক থাকলে বুধবার (২৩ জানুয়ারি) সাত পাকে বাঁধা পড়বেন এই জুটি।

উত্তর প্রদেশের প্রধান শহর লখনৌতে বিয়ে করছেন প্রতীক ও সানিয়া। বিয়ের আগে, তাদের গায়ে হলুদ অনুষ্ঠান এবং মেহেদির বেশ কিছু ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ইনস্টাগ্রামে সানিয়া নিজেও দিয়েছেন অনেকগুলো ছবি। হলুদ পোশাক, ফুলে সাজানো খোপায় একটি ভিডিও দিয়েছেন তিনি। যেখানে স্মিতা পাতিলের ছেলে প্রতীককে দেখা গিয়েছে কুর্তা-পাজামা আর সবুজ শালে।

এর আগে ২০১৮ সালের জানুয়ারিতে প্রতীক ও সানিয়ার বাগদান হয়েছিল।

সানিয়া সাগর বেশ কয়েকটি মিউজিক ভিডিও, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ফ্যাশন ভিডিও পরিচালনা করেছেন। আর প্রতীক তো কবে থেকেই বলিউডের পরিচিত মুখ। ২০০৮ সালে ‘জানে তু ইয়া জানে না’ দিয়ে বলিউডে এলেও ‘এক দিউয়ানা থা’ ছবিটি দিয়ে তিনি জনপ্রিয়তা পান। আর আমির খানের সঙ্গে ‘ধোবি ঘাট’ ছবিতে অভিনয় করে নিজের জাত চেনান প্রতীক। এরপর ‘আরক্ষণ’, ‘বাঘি ২’, ‘মুল্ক’-এর মতো ছবিগুলোতেও দেখা যায় তাকে।

সবকিছু ঠিক থাকলে রণবীর ও আলিয়ার সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতেও দেখা যাবে প্রতীককে।

সারাবাংলা/টিএস

https://www.instagram.com/p/Bs8kpYJAZWk/?utm_source=ig_embed

প্রতীক বব্বর বিয়ে সানিয়া সাগর

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর