Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেপ্টেম্বরে অক্ষয়-কারিনার ‘গুড নিউজ’


২২ জানুয়ারি ২০১৯ ০৩:১৪ | আপডেট: ২২ জানুয়ারি ২০১৯ ০৩:১৮

অক্ষয়-কারিনা

।। এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

এবার অক্ষয়-কারিনা ভক্তরা নড়েচড়ে বসতে পারেন। কারণ, চলতি বছরেই আসছে এই দুই তারকার ‘গুড নিউজ’। কি খটকা লাগছে? তাহলে পরিস্কার করেই বলা যাক।

তিন বছরের ছোট একটি বিরতির পর আবার বড় পর্দায় হাজির হচ্ছেন তারা। সিনেমার নামটিই হলো ‘গুড নিউজ’। এরইমধ্যে ছবির প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে। আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দ্বিতীয় ধাপের কাজ

এদিকে শুটিং শেষ হওয়ার আগেই ঘোষণা করা হয়েছে মুক্তির তারিখ। যদিও বলিউডি ছবির ক্ষেত্রে এমনটাই হয়ে থাকে। ছবির প্রযোজক করণ জোহর তার টুইটার অ্যাকাউন্টে ছবি মুক্তির তারিখ জানিয়েছেন। ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

ছবিতে অক্ষয় ও কারিনাকে স্বামী-স্ত্রী’র চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। বিবাহিত জীবনে তাদের কোনও সন্তান হয়না। সেকারণে তারা সারোগেসি তথা গর্ভ ভাড়া করে সন্তান জন্ম দেয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় সন্তান নেয়ার চেষ্টা করেন।

অক্ষয়-কারিনা ছাড়াও এই ছবিতে দিলজিৎ দোসাঞ্জ ও কায়ারা আদভানিকে পাঞ্জাবি দম্পত্তির ভূমিকায় দেখা যাবে। ছবিতে তারাও একই উপায়ে সন্তান নেয়ার চেষ্টা করেন। এটি পরিচালনা করছেন রাজ মেহতা।

সারাবাংলা/আরএসও/

অক্ষয় কুমার কারিনা কাপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর