মুক্তির অপেক্ষা শুরু
১৫ জানুয়ারি ২০১৮ ২০:২৭ | আপডেট: ১৬ জানুয়ারি ২০১৮ ১১:৩৩
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
ঢালিউডের আপকামিং স্টার আরিফিন শুভ এবং অভিনেত্রী তানহা তাসনিয়া জুটির প্রথম সিনেমা ‘ভালো থেকো’। ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর এফডিসিতে মহরতের মাধ্যমে শুরু হয় সিনেমার শুটিং। ছবিটি পরিচালনা করেছেন ড্রামা মেকার জাকির হোসেন রাজু।
নানা অপেক্ষার পর ছবিটি পেয়েছে সেন্সর ছাড়পত্র। মিলে গেছে মৌখিক অনুমতি, আর কিছুদিনের মধ্যেই প্রযোজক জাহিদ হাসান অভির হাতে আসবে সেন্সর সার্টিফিকেট।
তিনি জানান, ‘ভালোবাসা দিবস উপলক্ষে ছবিটি মুক্তির পরিকল্পনা করছি। চেষ্টা করবো যত বেশি প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শন করাতে পারি।’
শুভ-তানহা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন কাজী হায়াৎ, আমজাদ হোসেন, অরুণা বিশ্বাসসহ অনেকে। বিশেষ একটি চরিত্রে আছেন আসিফ ইমরোজ।
‘ভালো থেকো’ ছবিতে আছে ভালোবাসার কাহিনী, মানবতার গল্প। মৌলিক গল্পের এই ছবি পরিবার নিয়ে উপভোগ করতে পারবেন দর্শকরা’। দাবি পরিচালকের।
সারাবাংলা/পিএ