Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘টেন ইয়ার্স চ্যালেঞ্জ’ চলছে বলিউডেও


১৮ জানুয়ারি ২০১৯ ১৭:১০

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’-এ নতুন ট্রেন্ড ‘টেন ইয়ার্স চ্যালেঞ্জ’। দেশের ফেসবুক ব্যবহারকারীদের ভালই শাসন করছে চ্যালেঞ্জটি। চলতি সাল অর্থাৎ ২০১৯-এ আপনি দেখতে কেমন? আর দশ বছর আগে, মানে ২০০৯ সালে আপনি দেখতে কেমন ছিলেন? তার তুলনামূলক স্থিরচিত্র পর্যলোচনাই হলো ‘টেন ইয়ার্স চ্যালেঞ্জ’।

এটি মূলত একটি মজার ইভেন্ট। দশ বছর আগে কে দেখতে কেমন ছিলেন, তা পূনরায় দেখতে অনেকেরই মজা লাগছে। আর সেই মজাটাই ছবি শেয়ারিংয়ের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

শুধু এ দেশেই নয় ‘টেন ইয়ার্স চ্যালেঞ্জ’-এ মেতেছে বলিউডবাসী। নিজেদের দশ বছর আগের ছবি ও বর্তমানের ছবি পাশাপাশি রেখে নিজ নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন বলিউড তারকারা। এই তালিকায় রয়েছেন করণ জোহোর, রাজকুমার রাও, দিয়া মির্জা, আয়েশা টাকিয়াসহ অনেকে।

সারাবাংলা/পিএ

টেন ইয়ার্স চ্যালেঞ্জ ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম

বিজ্ঞাপন

‘মানুষ অবদান মনে রাখে না’
২২ জানুয়ারি ২০২৫ ১৬:২৬

আরো

সম্পর্কিত খবর