প্রাচ্যনাটের ‘নৈশভোজ’ মঙ্গলবার সন্ধ্যায়
১৫ জানুয়ারি ২০১৮ ১৯:৩২ | আপডেট: ১৫ জানুয়ারি ২০১৮ ১৯:৫৬
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
ঢাকা : বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হবে প্রাচ্যনাট স্কুলের প্রযোজনায় ‘নৈশভোজ’। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালার মূল হলে নাটকটি দেখা যাবে। এ জন্য কোনো প্রবেশ ফি লাগবে না।
নৈশভোজ রচনা করেছেন মনোজ মিত্র। এটির নির্দেশনা দিয়েছেন মিতুল রহমান।
নাটকটিতে অভিনয় করবেন হাসিব শাহরিয়ার, মুন্নাফ সরকার, রবিউল রবিন, পি.কে. পলাশ নাথ লোচন, মিনহাজ মারজু, কাজী স্বনক, নাহিয়ান ইবরাহিম, সামছুল আরেফিন জিলানী, মো. আসাদুজ্জামান, ইমরান আকন্দ, আদিবা ইশরাত প্রমুখ।
অভিনয় প্রসঙ্গে আদিবা ইশরাত সারাবাংলাকে বলেন, ৩৩ তম ব্যাচের সমাপনী প্রযোজনা হিসেবে নাটকটি মঞ্চস্থ হবে। একঝাঁক তরুণ শিল্পী মঞ্চে তাদের অভিনয় নৈপুণ্য প্রদর্শন করবেন। এমন একটি আয়োজনে আমরা ভীষণ আনন্দিত। আশা করছি নাটকটি দর্শকদের মনের খোরাক যোগাবে।
নাটকটির নির্দেশক মিতুল রহমান বলেন, নাটকটি নির্মাণের ক্ষেত্রে কখনো কখনো সময়ের বাধাকে অতিক্রম করার চেষ্টা করেছি। নাটকটির অভিনয়ে রয়েছেন ভীষণ তারুণ্যদীপ্ত একঝাঁক নতুন শিল্পী, যাদের মধ্যে কেউ কেউ রয়েছেন বেশ সম্ভাবনাময়। আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
নাটকটি মঞ্চায়নের পাশাপাশি একইদিন প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন ৩৩ তম ব্যাচের সনদপত্র বিতরণ করা হবে।
সারাবাংলা/একে