Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবার একসঙ্গে অক্ষয়-ক্যাটরিনা


১৭ জানুয়ারি ২০১৯ ১৬:৫৭ | আপডেট: ১৭ জানুয়ারি ২০১৯ ১৭:০৫

।। এন্টারটেইনমেন্ট করেপন্ডেন্ট ।।

একসঙ্গে জুটি বেঁধে অক্ষয় ও ক্যাটরিনা একাধিক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। বলিউডের এই জুটিকে সবশেষ দেখা যায় ‌‘তিস মার খান’ ছবিতে। তাও আট বছর আগের কথা। দর্শক চাহিদা থাকলেও এরপর আর এই দুই তারকাকে এক পর্দায় দেখা যায়নি।

সেকারণেই হয়তো আবারও একসঙ্গে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন তারা। ‘সূর্যভাসি’ শিরোনামের একটি ছবিতে দেখা যাবে বলিউডে এই দুই বড় তারকাকে। ছবিটি পরিচালনা করবেন রোহিত শেঠি। খবর ভারতীয় সংবাদ মাধ্যমের।


আরও পড়ুন :  দুই ঘরানার দুই ছবি স্টার সিনেপ্লেক্সে


এ প্রসঙ্গে রোহিত শেঠি জানান, ‌‘এখনই কোনো সিদ্ধান্ত হয়নি। আলোচনা প্রাথমিক পর্যায়ে আছে। অক্ষয়-ক্যাটরিনাকে নিয়ে কাজ করতে পারাটা ভালো লাগার বিষয়। আমার পছন্দের অভিনয়শিল্পীর মধ্যে তারা দুজনও আছেন।’

ক্যাটরিনা এখন ‘ভারত’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তিনি সালমান খানের বিপরীতে অভিনয় করছেন। ভারত-এর শুটিং শেষ করে ক্যাটরিনা নতুন ছবিতে চুক্তিবদ্ধ হবেন। বর্তমানে ‌‘সূর্যভাসি’ সিনেমার চিত্রনাট্য লেখার কাজ চলছে।

সারাবাংলা/আরএসও/পিএম


আরও পড়ুন :

.   পুরনো ছবির নতুন ‘মুক্তি’

.   প্রশংসিত ছবি দুদিন পরে কিভাবে নিষিদ্ধ হয়? – প্রশ্ন ফারুকীর

.   ১১০০ ছবি করে গিনেস রেকর্ড, দিনের পারিশ্রমিক ৫ লক্ষ টাকা

.   নাঈম-টয়ার ‘রঙ বদল’

.   জয়পুর উৎসবের উদ্বোধনী ছবি ‘ইতি, তোমারই ঢাকা’

.   আবারও ‘এক যে ছিল রাজা’

.   সুচিত্রা সেন: চলে যাওয়ার ৫ বছর

.   নিষিদ্ধ ফারুকীর ‘শনিবার বিকেল’


অক্ষয় কুমার ক্যাটরিনা কাইফ রোহিত শেঠি

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর