Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০ বছর পর নতুন ‘আনন্দ অশ্রু’!


১৫ জানুয়ারি ২০১৮ ১৭:৫৬ | আপডেট: ১৫ জানুয়ারি ২০১৮ ১৮:০৫

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

অভিনয়শিল্পী ও পরিচালক জুটির দ্বিতীয় সিনেমা ‘আনন্দ অশ্রু’। নতুন এই ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। আর তার প্রধান চরিত্রের অভিনয় শিল্পীরা হলেন মাহিয়া মাহি ও সাইমন। ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই ঢাকার বাইরে শুরু হবে ছবির শুটিং।

এর আগে পরিচালক এই তারকা জুটিকে নিয়ে নির্মাণ করেছেন ‘জান্নাত’ নামের একটি সিনেমা। যা আছে মুক্তির অপেক্ষায়। আর ‘আনন্দ অশ্রু’ ছবিটি মাহি-সাইমন জুটির চতুর্থ সিনেমা।

‘আনন্দ অশ্রু’ নামে ২০ বছর আগে একটি সিনেমা মুক্তি পেয়েছিল। শিবলী সাদিকের পরিচালনায় ছবিতে অভিনয় করেছিলেন দেশের অন্যতম জনপ্রিয় জুটি সালমান শাহ-শাবনূর। এবার একই নামে নতুন সিনেমা পরিচালনা করছেন মানিক।

‘১২ বছর পার হলে একই নামে সিনেমা নির্মাণ করতে আর কোনো অনুমতি লাগে না। অনেকে মনে করছে আমরা রিমেক বা সিক্যুয়াল বানাচ্ছি কি না। আসলে তার কিছুই না। আমরা শুধু নামটাই নিয়েছি।’ ‘আনন্দ অশ্রু’ নাম নিয়ে বলেন মোস্তাফিজুর রহমান মানিক।

ছবির কাহিনীকার সুদীপ্ত সাঈদ খান। এটি প্রযোজনা করছে মোহাম্মদ জামান মিয়া।

সারাবাংলা/পিএ/টিএস

আনন্দ অশ্রু মাহিয়া মাহি মোস্তাফিজুর রহমান মানিক সাইমন সাদিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর