অ্যাথলেটের পর এবার বক্সার
১৬ জানুয়ারি ২০১৯ ১৪:৪২ | আপডেট: ১৬ জানুয়ারি ২০১৯ ১৫:৫৫
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
বলিউডে মাল্টি ট্যালেন্টেড বলা হয় ফারহান আখতারকে। অভিনয়ে যেমন দুর্দান্ত তেমনি গাইতেও পারেন অসাধারন। অভিনেতা ফারহান চরিত্রের জন্য নিজেকে ভাঙতে পারেন সহজেই। আবারও সেরকম কিছুই হতে চলেছে। প্রথমবারের মতো বক্সার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ফারহান। ছবির নাম ‘তুফান’। এতে আরও অভিনয় করার কথা ‘রক অন টু’র অভিনেতা রিতেশ সিধওয়ানির।
ছবিটি পরিচালনা করবেন রাকেশ ওমপ্রকাশ মেহরা। এই পরিচালকের সঙ্গে দ্বিতীয়বার জুটি বাঁধছেন ফারহান। ৬ বছর আগে ওমপ্রকাশের পরিচালনায় ফারহান অভিনয় করেছিলেন ‘ভাগ মিলখা ভাগ’ ছবিতে। সেখানে মিলখা সিংয়ের চরিত্রে একজন দৌড়বিদের ভূমিকায় অভিনয় করেছিলেন ফারহান।
‘ভাগ মিলখা ভাগ’ ছবিটি ছিল মিলখা সিংয়ের বায়োপিক। তবে নতুন যে ছবিটি হতে যাচ্ছে, যেখানে ফারহান অভিনয় করবেন বক্সার চরিত্রে, এটি কোনো বায়োপিক নয়। তবে বসে নেই ফারহান, চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন তিনি।
এখন ফারহান ব্যস্ত আছেন সোনালি বোস পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবির কাজে। এতে জুটি হয়ে কাজ করছেন ফারহান-প্রিয়াঙ্কা চোপড়া। এর আগে এই দু’জন ‘দিল ধারাকনে দো’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। ছবিতে আরও আছেন ‘দঙ্গল’ খ্যাত জায়রা ওয়াসিম।
এছাড়া ব্যক্তিগত জীবনেও নতুন কিছু ঘটতে যাচ্ছে ফারহান আখতারের। ভারতীয় গণমাধ্যম বলছে এপ্রিলেই বিয়ে হচ্ছে ফারহান আখতারের। কনে সংগীতশিল্পী, মডেল শিবানি ডানডেকার।
সারাবাংলা/পিএ/পিএম