স্থায়ী জামিন পেলেন অভিনেত্রী নওশাবা
১৫ জানুয়ারি ২০১৯ ১৩:২২ | আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ১৩:৫৩
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভ ভিডিওতে এসে গুজব সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত। সেই সাথে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ মার্চ দিন নির্ধারণ করেন। মঙ্গলবার (১৫ জানুয়ারি) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ দিদার হোসেন এ আদেশ দেন।
নওশাবার আইনজীবী ইমরুল কাওসার স্থায়ী জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, অভিনেত্রী নওশাবা শারীরিকভাবে অসুস্থ। অসুস্থতার বিষয়ে মেডিকেল রিপোর্ট আদালতে দাখিল করা হয়েছে। অস্থায়ী জামিনে থেকে তিনি কোনো ধরণের শর্ত ভঙ্গ করেননি। প্রতি হাজিরাতেই আদালতে উপস্থিত ছিলেন। এজন্য তার স্থায়ী জামিনের আবেদন করি।
আরও পড়ুন : সংরক্ষিত নারী আসনে আলোচনায় সংস্কৃতি অঙ্গনের তারকারা
পরে তার স্থায়ী জামিন মঞ্জুর করেন আলাদত। এদিনও আদালতে উপস্থিত ছিলেন নওশাবা।
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে ২০১৮ সালের ৪ আগস্ট রাজধানীর জিগাতলায় আন্দোলনকারীদের সঙ্গে অন্যপক্ষের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার ঘটার প্রায় সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভে আসেন নওশাবা। লাইভে তিনি জানান, জিগাতলায় চারজনকে মেরে ফেলা হয়েছে, একজনের চোখ উপড়ে ফেলা হয়েছে। ওই সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ওইদিন জিগাতলায় এরকম কোনো ঘটনা ঘটেনি।
সেদিন রাতেই গুজব সৃষ্টির অভিযোগে উত্তরা থেকে নওশাবা আহমেদকে আটক করে র্যাব। এরপর ২০১৮ সালের ২১ আগস্ট পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিনে মুক্তি পান নওশাবা।
সারাবাংলা/এআই/পিএম
আরও পড়ুন :
. দীর্ঘদিন পর সিনেমায় চুক্তিবদ্ধ হলেন আঁচল
. ‘মিস্টার বাংলাদেশ’র ব্যানারে রিয়ালিটি শো