Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে আজ ‘দেবী’, সঙ্গী জয়া


১৫ জানুয়ারি ২০১৯ ১৫:০৩

দেবী

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

গেল বছরের সবচেয়ে আলোচিত ও নন্দিত সিনেমা ‘দেবী’ দেখানো হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। মঙ্গলবার [১৫ জানুয়ারি] বিকেল সাড়ে পাঁচটায় কেন্দ্রীয় গণগ্রন্থগার মিলনায়তনে শুরু হবে ছবিটির বিশেষ প্রদর্শনী। আয়োজকদের পক্ষ থেকে খবরটি নিশ্চিত করেছেন উৎসব কমিটির মিডিয়া ও কমিউনিকেশন প্রধান রুহুল রবিন খান।

রুহুল রবিন জানান, ছবিটি দেখতে জয়া আহসান ও অনম বিশ্বাস আসবেন উৎসবে। প্রদর্শনী শুরুর আগে সিনেমা প্রসঙ্গে একটি ছোট্ট পরিবেশনাও থাকবে তাদের। এ সময় দর্শকদের সঙ্গে সরাসরি কথাও বলবেন জয়া।

জয়া আহসান প্রযোজিত প্রথম ছবি ‘দেবী’। ছবিটির প্রধান চরিত্রেও অভিনয় করেছেন তিনি। পরিচালনায় ছিলেন অনম বিশ্বাস। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সতেরতম আসরে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে ছবিটি দেখবে দর্শক।

হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস থেকে বানানো এই ছবিতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। জয়া আহসান ও তার প্রযোজনা প্রতিষ্ঠান সি-তে সিনেমা থেকে মুক্তি পাওয়া এই ছবি সরকারি অনুদানও পেয়েছিলো। জয়া-চঞ্চল ছাড়াও এই ছবির অনান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শবনম ফারিয়া, অনিমেষ আইচ ও ইরেশ যাকের।

প্রসঙ্গত, এর আগে রবিবার সন্ধ্যায় ‘এশিয়ান ফিল্ম কম্পিটিশন’ বিভাগে দেখানো হয়েছে জয়া অভিনীত ‘এক যে ছিলো রাজা’ ছবিটি। গাজীপুরের ভাওয়াল রাজাকে নিয়ে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জী।

সারাবাংলা/টিএস/পিএম

চঞ্চল চৌধুরি জয়া আহসান ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৮ দেবী রুহুল রবিন খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর