Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহেশ বাবুর সঙ্গে জুটি বাঁধছেন ক্যাটরিনা!


১২ জানুয়ারি ২০১৯ ১৪:২২

।। এন্টাটেইনমেন্ট ডেস্ক ।।

মহেশ বাবু এবং ক্যাটরিনা কাইফ। একজন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের মহারথী। অন্যজন বলিউডের অন্যতম আবেদনময়ী নায়িকা। দুজনই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে বক্স অফিস মাতিয়ে রাখছেন।

এবার এই দুই তারকা একসঙ্গে হাজির হচ্ছেন বড় পর্দায়। ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে এটি পরিচালনা করবেন দক্ষিণী পরিচালক সুকুমার। খবর ভারতীয় সংবাদ মাধ্যমের।

জানা গেছে, মহেশ বাবু এরইমধ্যে ছবিতে অভিনয় করার জন্য সম্মতি দিয়েছেন। এখন শুধুমাত্র ক্যাটরিনা কাইফের সম্মতির জন্য অপেক্ষা করা হচ্ছে। ক্যাটরিনা রাজি হলেই সিনেমার যাবতীয় বিষয় নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।

এর আগে ক্যাটরিনা দুটি তেলেগু ছবিতে অভিনয় করেছেন। ২০০৪ সালে অভিনয় করেন ভেঙ্কটেশ দাগ্গুবতি পরিচালিত ‘মালিশ্বরী’ এবং জয়ন্থ সি পারাণজি পরিচালিত ‘আলারী পিদুগু’ ছবিতে অভিনয় করেন। সুকুমারের নতুন ছবিতে অভিনয়ে রাজি হলে এটি হবে ক্যাটের তৃতীয় তেলেগু ছবি।

ক্যাটরিনা এখন ‘ভারত’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তিনি জুটি বেঁধেছেন সালমান খানের সঙ্গে। এটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর।

সারাবাংলা/আরএসও/পিএম

ক্যাটরিনা কাইফ মহেশ বাবু সুকুমার

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর