Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০১৯- বলিউড মাতাবে যেসব ছবি


১২ জানুয়ারি ২০১৯ ১২:২২ | আপডেট: ১২ জানুয়ারি ২০১৯ ১২:২৩

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বছরের শুরুটা জমজমাট। ২০১৯ এর প্রথম মাসে বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে ইতিমধ্যে। এরমধ্যে  ‘সিম্বা’ ২০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে। ‘গলি বয়’, ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ এর ট্রেইলার মুক্তি পেয়েছে। ছবিগুলো নিয়ে তৈরি হয়েছে দর্শকদের আগ্রহ। বিশেষজ্ঞরা ধারণা করছেন পুরো ২০১৯ জুড়েই এরকম বেশকিছু দারুণ ছবি মুক্তি পাবে বলিউডে। এবার দেখে নেওয়া যাক ২০১৯ সালে মুক্তি পাবে এমন কোন কোন ছবির দিকে চোখ রাখতে হবে আপনাকে।

বিজ্ঞাপন

অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার

অনুপেম খের অভিনীত ছবিটি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের শাসনামল নিয়ে তৈরি। ট্রেইলার মুক্তি পাওয়ার পর থেকেই ছবিটি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। এমনকি ছবিটির মুক্তি ঠেকাতে মামলা পর্যন্ত হয়েছে। কিন্তু সেসব পাশ কাটিয়ে ছবিটি গতকাল (শুক্রবার) মুক্তি পেয়েছে।

 

উরি

২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইক। এই ঘটনা নিয়েই ‘উরি’ ছবিটি তৈরি হয়েছে। ছবিতে রয়েছেন ভিকি কৌশল, কীর্তি কুলহারি, ইয়ামি গৌতম।

গলি বয়

বছরের শুরুতে সিম্বা দিয়ে বক্স অফিস মাত করেছেন রণবীর সিং। এ বছরই মুক্তি পাবে তার আরেকটি ছবি। নাম ‘গলি বয়’। ছবিতে রণবীরের বিপরীতে আছেন আলিয়া ভাট। মুম্বাইয়ের স্ট্রিট র‌্যাপার ভিভিয়ান ফার্নান্ডেজ ও নাভেজ শেখের জীবনের গল্প নিয়ে ছবিটি পরিচালনা করছেন জয়া আখতার।

ঠাকরে

নওয়াজউদ্দিন সিদ্দিকি’র ছবি মানেই ভিন্ন কিছু। আর সেই ছবি যদি হয় শিবসেনা প্রধান বালসাহেব ঠাকরের বায়োপিক, তাহলে তো কথাই নেই। ঠাকরে ছবি ঘিরে ইতিমধ্যেই নানা বিতর্ক তৈরি হয়েছে। ছবি মুক্তি পাচ্ছে চলতি জানুয়ারির শেষেই।

বিজ্ঞাপন

মণিকর্ণিকা

এই ছবি নিয়ে কম জল ঘোলা হয়নি। নানা চড়াই-উৎড়াই পেরিয়ে শুরুর পরিচালককে বাদ দিয়ে একসময় পরিচালনার দায়িত্ব নেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত নিজেই। ছবিটিতে ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের চরিত্রেও অভিনয় করছেন কঙ্গনা রানাওয়াত। বিপরীতে আছেন কলকাতার যিশু সেনগুপ্ত। ছবিটি ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা।

কেশরী

১৮৯৭ সালে দশ হাজার আফগান সেনার সামনে দাঁড়িয়ে লড়েছিলেন একুশ জন শিখ জওয়ান। তারা জানতেন হার নিশ্চিত। তবুও যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাননি কেউ। সারাগারির সেই যুদ্ধে ইশার সিংহ নামের একজন হাবিলদার নেতৃত্ব দিয়েছিলেন। ছবিতে সেই ইশার সিংয়ের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। অনুরাগ সিংহ পরিচালিত ছবিটি মার্চে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সুপার থার্টি

গণিতবিদ আনন্দ কুমারের বায়োপিক ছবি ‘সুপার থার্টি।’ ছোটবেলা থেকেই যিনি অঙ্কের প্রতি আকৃষ্ট। অর্থাভাবে পিছিয়ে থাকা ছাত্রদের জন্য খোলেন কোচিং ইনস্টিটিউট। এক টাকার বিনিময়ে কোচিং ক্লাস চালু করেন। ছবিতে গনিতবিদ আনন্দ কুমারের ভূমিকায় অভিনয় করেছেন হৃতিক রোশন।

স্টুডেন্ট অব দ্য ইয়ার ২

করণ জোহরের আলোচিত ছবি স্টুডেন্ট অব দ্য ইয়ার। ছবিটির দ্বিতীয় কিস্তিও প্রস্তুত। তবে দ্বিতীয় পর্বে বরুণ ধওয়ন, আলিয়া ভাট নেই। আছেন টাইগার শ্রফ, তারা সুতারিয়া, নবাগতা অনন্যা পাণ্ডে।

চিট ইন্ডিয়া

সৌমিক সেন পরিচালিত ছবিটি মুক্তি পাওয়ার কথা এ বছরেই। ইমরান হাসমি, শ্রেয়া ধন্বন্তরি অভিনীত ছবিটি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে মুক্তি পাওয়ার আগেই।

ক্যাবারে

এক ক্যাবারে ডান্সারের জীবন নিয়ে গড়ে উঠেছে এই ছবি। রিচা চাড্ডা, গুলশন গ্রোভার অভিনীত ছবিটি চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা আছে।

ভারত

অনেকদিন ধরেই ভারত ছবিটি নিয়ে আলোচনা চলছে। কারণ ছবিতে আছেন বলিউডের ভাইজান সালমান খান। দক্ষিণ কোরীয় ছবি ‘ওড টু মাই ফাদার’-এর রিমেক এই ছবিতে সালমানের বিপরীতে আছেন ক্যাটরিনা। আলি আব্বাস জাফরের এই বিগ বাজেটের ছবিটিও এ বছর মুক্তি পাওয়ার কথা।

সোনচিড়িয়া

অভিষেক চৌবে পরিচালিত ছবিতে রয়েছেন ভূমি পেডনেকার, সুশান্ত সিংহ রাজপুত, মনোজ বাজপেয়ী। ৮ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা।

ফকির অব ভেনিস

‘ভাগ মিলখা ভাগ’ ছবির পর ফারহান আখতারের অভিনয় ঝলক তেমন একটা দেখা যায়নি। ফারহান ভক্তদের অপেক্ষার পালা বুঝি শেষ হতে চলেছে। আসছে তার নতুন ছবি ‘ফকির অব ভেনিস’। ফারহান আখতার ছাড়াও ছবিতে আছেন অণু কপূর। ছবিটি চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা।

পাণিপথ

অনেকদিন পর ছবি নিয়ে ফিরছেন বলিউডের আলোচিত নির্মাতা আশুতোষ গোয়ারিকর। এবারের ছবি ‘পানিপথ’।ছবিতে অর্জুন কপূর, সঞ্জয় দত্ত, কৃতি শ্যাননরা অভিনয় করছেন। পাণিপথের মিউজিক করছেন অজয়-অতুল। ছবি মুক্তি পাবে ২০১৯ এর শেষ মাসে।

তথ্যসূত্র: বিদেশি পত্রিকা অবলম্বনে

সারাবাংলা/পিএম

অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার উরি কেশরী ক্যাবারে গলি বয় চিট ইন্ডিয়া ঠাকরে পাণিপথ ফকির অব ভেনিস মণিকর্ণিকা সুপার থার্টি সোনচিড়িয়া স্টুডেন্ট অব দ্য ইয়ার ২