‘বিগ বস’ শিল্পা শিন্ডে
১৫ জানুয়ারি ২০১৮ ১২:৪৫ | আপডেট: ১৫ জানুয়ারি ২০১৮ ১৩:৫৪
এন্টারটেইনমেন্ট ডেস্ক
‘বিগ বস’ প্রতিযোগিতার ১১তম আসরের শিরোপা জিতেছেন শিল্পা শিন্ডে। ভারতীয় একটি বেসরকারি টিভি চ্যানেলে অনুষ্ঠিত এই রিয়েলিটি শো-তে বিজয়ীর নাম ঘোষণা করেন ‘বিগ বস’এর সঞ্চালক ও বলিউড সুপারস্টার সালমান খান।
‘বিগ বস ১১’এর ফাইনালিস্ট বিকাশ গুপ্ত, পুনীষ শর্মা, ও হিনা খানকে পেছনে ফেলে শিল্পা শিন্ডে জিতে নিয়েছেন বিগ বসের মুকুট। বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো বিগ বসের চার মাসের লম্বা জার্নি। শনিবার অনুষ্ঠিত হয় আসরের প্রথম ফাইনাল। রোববার দ্বিতীয় ফাইনালে ঘোষণা করা হয় শিল্পার নাম।
ট্রফিসহ বিজয়ী শিল্পা শিন্ডে পেয়েছেন নগদ ৪৪ লাখ রুপি। প্রথম রানারআপ হয়েছেন হিনা খান। পূর্ব ঘোষণা অনুযায়ী চূড়ান্ত পর্বে বিগ বসে অতিথি হয়ে এসেছিলেন ‘প্যাড ম্যান’ অক্ষয় কুমার ও সোনম কাপুর।
সারাবাংলা/পিএ/পিএম