মোদীর সঙ্গে দেখা করলেন তারা
১১ জানুয়ারি ২০১৯ ১৭:৫৮ | আপডেট: ১১ জানুয়ারি ২০১৯ ১৭:৫৯
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
ভারতের জাতীয় নির্বাচন যতোই এগিয়ে আসছে ততোই বলিউডি তারকাদেরকে কাছে টানছেন রাজনীতিবিদেরা। গেল বছরের শেষ দিকে অভিনেতা-পরিচালকদের সঙ্গ নিয়মিতোই দেখা-সাক্ষাৎ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এবার রাহুলের দেখানো পথে হাটা শুরু করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। নিজের বাড়িতে একঝাঁক তারকাকে সেদিন ডেকে এনেছিলেন মোদী।
বৃহস্পতিবার মোদীর সঙ্গে দেখা করেন বলিউডের অনেক তারকা৷ দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে সিনেমা তারকাদের দারুণ সময় কাটানোর সেসব ছবি পরে ছড়িয়ে পড়ে অন্তর্জালে। করণ জোহর নিজেও একটি সেলফি শেয়ার করেন ইনস্টগ্রাম ও টুইটারে।
জানা যায়, সিনেমার টিকিটে জিএসটি হার কমানোর জন্য বলিউডের পক্ষ থেকে করণ জোহর মোদীকে ধন্যবাদ জানিয়েছেন৷
করণ জোহরের সঙ্গে রণবীর সিং, রণবীর কাপুর, বরুন ধওয়ান, সিদ্ধার্থ মলহোত্রা, ভিকি কৌশল, আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও, রোহিত শেট্টি, একতা কাপুর, অশ্বিনী আইয়ার তিওয়ারি, আলিয়া ভাট, ভুমি পেডনেকারের মতো তারকারাও উপস্থিত ছিলেন।
মোদীর সঙ্গে দেখা করে দারুণ খুশী বলিউড৷ রণবীর সিং-ভিকি কৌশলের মতো অভিনেতারা তো মোদীর সঙ্গে আলাদা ভাবে ছবিও তুলেছেন। পরে সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ারও করেছেন তারা।
সারাবাংলা/টিএস