‘রেপ্লিকাস’ আসছে বাংলাদেশে
১০ জানুয়ারি ২০১৯ ১৪:০০ | আপডেট: ১০ জানুয়ারি ২০১৯ ১৮:৪৬
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
১১ জানুয়ারি আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে সায়েন্স ফিকশন থ্রিলার সিনেমা ‘রেপ্লিকাস’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি। জেফ্রে নাচম্যানফ পরিচালিত ছবিটির চিত্রনাট্য লিখেছেন চাদ সেন্ট জন। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ‘দ্য ম্যাট্রিক্স’ তারকা কিয়ানু রিভস। আরও অভিনয় করেছেন এলিস ইভ, টমাস মিডলদেচ ও জন অর্টিজসহ অনেকে। অভিনয়ের পাশাপাশি ছবিটির প্রযোজনায়ও যুক্ত আছেন কিয়ানু রিভস।
মানব ক্লোনিং নিয়ে নৈতিক ও আইনি বিতর্ক চলছে অনেকদিন ধরেই। ভবিষ্যৎ প্রজন্মকে এর ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষার জন্য বিশ্বের অধিকাংশ দেশই মানব ক্লোনিং নিষিদ্ধ করেছে। তবে কিছু কিছু দেশ এখনো গোপনে বিষয়টি নিয়ে কাজ করছে।
আরও পড়ুন : লোভ, হিংসা, প্রতারণার গল্প ‘ব্ল্যাংক চেক’
এরমধ্যেই সেই ঘরানার কাহিনি নিয়ে হলিউডে নির্মিত হলো কল্প-বিজ্ঞানভিত্তিক সিনেমা ‘রেপ্লিকাস’। ছবিতে সিন্থেথিক বায়োলজিস্ট ও নিউরো সায়েন্টিস্ট উইলিয়াম ফস্টার চরিত্রে দেখা যাবে কিয়ানু রিভসকে। যিনি মানুষের চেতনাকে সফলভাবে কম্পিউটার প্রোগ্রামে স্থানান্তর করতে পারেন।
এক গাড়ি দুর্ঘটনায় তার পরিবারের সবাই নিহত হয়। উইলিয়াম তার স্ত্রী ও সন্তানদের ক্লোন তৈরি করতে চান। এ কাজে সাহায্য করে সহকর্মী এড হুইটল।
এদিকে চেতনা স্থানান্তর বা ক্লোন রেপ্লিকা তৈরি আইন ও বিজ্ঞানের সূত্রের বিরোধী। তাই তাদের সবকিছু করতে হয় গোপনে। এক পর্যায়ে অন্য রকম বিপদে পড়েন উইলিয়াম। যাকে বলা হয় ‘সোফিস চয়েস’। উইলকে পরিবারের চার সদস্য থেকে তিনজনকে ক্লোনের জন্য বেছে নিতে হবে। তিনি কাকে বাদ দেবেন? এভাবে এগিয়ে চলে ছবির কাহিনি।
সম্প্রতি ফিনল্যান্ডের নাইট ভিশনস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি প্রদর্শিত হয়েছে। সেখানে বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা ছবিটি দেখে প্রশংসা করেছেন। ছবিটিকে এ সময়ের একটি সাহসী নির্মাণ বলে উল্লেখ করেছেন অনেকে।
সারাবাংলা/পিএ/পিএম
আরও পড়ুন :
. থিয়েটার আর্ট ইউনিটের নতুন নাটক ‘অনুদ্ধারণীয়’
. এক পরামর্শসহ সেন্সর পেল ফারুকী’র ‘শনিবার বিকেল’
. নিজের মৃত্যু গুজবে ব্যথিত কাজী হায়াৎ
. ‘অগ্নি ৩’ ছবির শুটিং সেপ্টেম্বরে