Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার বছর পর মাধুরী!


১৪ জানুয়ারি ২০১৮ ১৮:৫০

এন্টারটেইনমেন্ট ডেস্ক

পর্দায় আসছেন, ঠিক। কিন্তু অনেক বিরতি দিয়ে। বলিউডের স্মাইল কুইন মাধুরী দীক্ষিত অভিনীত মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমা ‘দাধ ইশকিয়া’। ছবিটির মাধ্যমে সাত বছর পর বড় পর্দায় ফিরেছিলেন মাধুরী।

এরপর আবারো বিরতি। তবে এবার আগের বারের চেয়ে কম। চার বছর পর বড় পর্দায় ফিরছেন তিনি। তাও আবার বলিউডের ছবি দিয়ে নয়। ক্যারিয়ারে প্রথমবারের মতো কাজ করছেন মারাঠি সিনেমায়।

মারাঠি সেই ছবির নাম ‘বাকেট লিস্ট’। সম্প্রতি সিনেমার প্রথম ঝলক প্রকাশ করেছেন মাধুরী। ছবির একটি পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন তিনি। পোস্টার দেখে ভক্ত-দর্শকরা ধারণার করছেন ঘরোয়া কোনো নারীর চরিত্রেই অভিনয় করবেন মাধুরী।

‘বাকেট লিস্ট’ ছাড়াও মাধুরী চুক্তিবদ্ধ হয়েছেন ‘টোটাল ধামাল’ ছবিতে। ছবিতে অজয় দেবগন ও অনিল কাপুর থাকছেন মাধুরীর সঙ্গে। সম্প্রতি হয়ে গেছে টোটাল ধামাল ছবির মহরত অনুষ্ঠান। সেখানে এসেছিলেন আমির খান। এছাড়াও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া পরিকল্পনা করছেন, মাধুরীর জীবনকে নির্ভর করে তৈরি করবেন একটি টেলিভিশন শো।

সারাবাংলা/পিএ/পিএম

মাধুরী দীক্ষিত

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর