Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বীরাঙ্গনাদের নিয়ে ফিচার ডকুমেন্টরি ‘রাইজিং সাইলেন্স’


৮ জানুয়ারি ২০১৯ ১৩:২০ | আপডেট: ৮ জানুয়ারি ২০১৯ ১৪:১০

rising silence documentry

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

মুক্তিযোদ্ধা বীরাঙ্গনাদের জীবন নিয়ে নির্মিত পূর্ণদৈর্ঘ্য ফিচার ডকুমেন্টরি ‘রাইজিং সাইলেন্স’। এর উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে সপ্তদশ ঢাকা আন্তজার্তিক ফিল্ম ফেস্টিভ্যালে। লীসা গাজী পরিচালিত এই পূর্ণদৈর্ঘ্য ফিচার ডকুমেন্টরি প্রদর্শিত হবে ১২ জানুয়ারি জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে বিকাল ৫টায়।

‘রাইজিং সাইলেন্স’ ছবিটি নারীর সাথে নারীর সর্ম্পকের পরিভ্রমণ। যারা যুদ্ধ করেছেন, সয়েছেন যুদ্ধের হিংস্রতা, আর পরবর্তীতে দৈনন্দিন বিদ্বেষ সত্ত্বেও আগামী দিন গড়তে ক্ষত মুছেছেন শর্তহীন ভালোবাসায়।

ছবিটি প্রযোজনা করেছে লন্ডনভিত্তিক সংগঠন কমলা কালেক্টিভ, ওপেনভাইযার ও মেকিং হারস্টোরী এবং সহযোগীতা করেছেন মানুষের জন্য ফাউন্ডেশন ও দ্য ওসিরিস গ্রুপ।

একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে দুই লাখের বেশি নারী ও কিশোরী পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা নির্বিচারে ধর্ষণ ও নির্যাতনের শিকার হন। ধর্ষিত এই নারীরা চলে গিয়েছিলেন নীরবতা, বিচ্ছিন্নতা আর বিস্মৃতির অন্তরালে। এই ছবি তাদের গল্প নিয়ে এসেছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে, কিভাবে তারা লড়াই করেছেন মুক্তিযুদ্ধে এবং মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে।

ব্রিটিশ বাংলাদেশি অভিনেতা, নাট্যকার লীসা গাজী তার প্রথম ছবিটি মুক্তিযোদ্ধা বীরাঙ্গনাদের গল্প নারীদের দৃষ্টিকোন থেকে বলতে চেয়েছেন। ২০১০ সালে ২১ জন বীরাঙ্গনার সাথে তার সাক্ষাৎ হয়। তখন থেকেই তিনি বীরাঙ্গনাদের ব্যক্তিগত গল্প যা আবার বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রহ করতে থাকেন।

শাহাদাত হোসেনের চিত্রগ্রহণে ছবিটির সংগীত পরিচালনা করেছেন সোহিনী আলম ও অলিভার উইকস এবং গবেষণা উপদেষ্টা হিসেবে ছিলেন হাসান আরিফ।

বিজ্ঞাপন

‘রাইজিং সাইলেন্স’ দ্বিতীয়বারের মতো প্রদর্শিত হবে একই উৎসবে ১৮ জানুয়ারি সন্ধ্যা ৭ টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে। ঢাকা আন্তজার্তিক ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবিটির প্রদর্শন থেকে পাওয়া অর্থ মুক্তিযোদ্ধা বীরাঙ্গণা ও তাদের পরিবারকে সহায়তা করার জন্য প্রদান করা হবে।

সারাবাংলা/পিএ/পিএম

১৭তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ডকুমেন্টরি রাইজিং সাইলেন্স

বিজ্ঞাপন

খুলনায় যুবক গুলিবিদ্ধ
২৩ জানুয়ারি ২০২৫ ২৩:০২

আরো

সম্পর্কিত খবর