Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বছরের শুরুতেই পালাতে চান আসিফ আকবর


৭ জানুয়ারি ২০১৯ ১৪:২৬

আসিফ চল পালাই

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

নতুন বছর, ২০১৯ সাল। প্রথম গান নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। গানের শিরোনাম ‘চল পালাই’। গানটিতে আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন পাপড়ি। মাহমুদ জুয়েলের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন জে. কে মজলিশ। গানটির ভিডিও নির্মাণে ছিলেন সৈকত নাসির।

আসিফ আকবরের গানের পাশাপাশি ভিডিওতেও থাকে নতুন ঢং, নতুন রূপ। প্রতিটি গানের ভিডিওতেই আসিফ আকবর হাজির হন নতুন লুকে। ‘চল পালাই’ গানটিতেও একাধীক নতুন ঢং আর রূপে হাজির হচ্ছেন আসিফ। আর চমক হিসেব থাকছে পায়েল মুখার্জী। কলকাতার এই তারকা অভিনয় করেছেন মিউজিক ভিডিওতে।

গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘২০১৯ এ আসিফ আকবর ‘‘চল পালাই’’ গানের মাধ্যমে সবাইকে স্বাগতম জানাচ্ছে। এটি  একটি তারুণ্যের প্রেমের গান। পাপড়ি অনেক ভালো গায়। মাহমুদ জুয়েল ভাইয়ের সাথে অনেক দিন পর আবার কাজ করে ভালো লাগছে।’

ধ্রুব মিউজিক স্টেশনে আগামী ১০ জানুয়ারি বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে ‘চল পালাই’ গানটির মিউজিক ভিডিও।

সারাবাংলা/পিএ

আসিফ আকবর গান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর