Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রেব্রুয়ারিতে কলকাতায় মুক্তি শুভর ‘আহা রে’


৬ জানুয়ারি ২০১৯ ০৭:১৭ | আপডেট: ৬ জানুয়ারি ২০১৯ ১৪:৫৬

।। এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।

টালিগঞ্জের স্থানীয় ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ। সিনেমার নাম ‘আহা রে’। ছবিতে তিনি জুটি বেধেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে। এই ছবির মাধ্যমে তারা দ্বিতীয়বারের মতো একসঙ্গে পর্দায় হাজির হবেন।


আরও পড়ুন :  অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি গাজী মাজহারুল আনোয়ার


এরইমধ্যে এই ছবির দুটি টিজার প্রকাশ পেয়েছে। যা দুই বাংলার দর্শকের মনে ছবিটি নিয়ে আগ্রহ তৈরি করেছে। এই ছবিতে আরিফিন শুভ বাংলাদেশি মুসলিম শেফের চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনয় করেছেন পশ্চিমবাংলার একজন রাঁধুনীর চরিত্রে। ছবিতে তাদের দুজনের মাধ্যমে দুই বাংলার মুখরোচক খাবারকে তুলে ধরা হবে। রান্নার মাঝেই তাদের ভেতর বন্ধুত্ব সৃষ্টি হবে। সেই বন্ধুত্ব গিয়ে পৌঁছাবে প্রেমের সম্পর্কে।

শুভ তার অফিসিয়াল ফেসবুক পাতায় জানিয়েছেন, আগামী ৮ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাবে। ‘আহা রে’ পরিচালনা করেছেন রঞ্জন ঘোষ।

সারাবাংলা/আরএসও/পিএম


আরও পড়ুন :

‘কিম কি-দুক’-এর অভিযোগ খারিজ

সাইকো রূপে দেখা দিলেন জয়া আহসান


আরিফিন শুভ আহা রে ঋতুপর্ণা সেনগুপ্ত রঞ্জন ঘোষ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর