অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি গাজী মাজহারুল আনোয়ার
৬ জানুয়ারি ২০১৯ ০৩:৫৭ | আপডেট: ৬ জানুয়ারি ২০১৯ ১৪:৪৯
।। এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
বছরের শুরুতে দুঃসংবাদ! হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের স্বনামধন্য সুরকার ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।
পারিবারিক সূত্র থেকে জানা যায়, শনিবার (৫ জানুয়ারি) মাথা ঘুরে পড়ে যান তিনি। তারপর তাকে দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি নিউরোলজি বিভাগের অধ্যাপক মুজিবুর রহমানের নিবিড় পর্যবেক্ষনে রয়েছেন।
আরও পড়ুন : ‘কিম কি-দুক’-এর অভিযোগ খারিজ
সংবাদ মাধ্যমকে দেয়া এক বিবৃতিতে চিকিৎসক মুজিবুর রহমান বলেন, ‘এখনই কিছু বলতে পারছি না। আগে চেকআপ করা প্রয়োজন। কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। তারপর তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাতে পারব।’
গাজী মাজহারুল আনোয়ার বহু গুণে গুনান্বিত একজন মানুষ। চলচ্চিত্র নির্মাণ, প্রযোজনাসহ চিত্রনাট্য লিখেছেন অসংখ্য সিনেমার। ২০ হাজারের মতো গান রচনা করেছেন এই কিংবদন্তি মানুষ। চলচ্চিত্র নির্মাণ করেছেন ৪১ টি।
এদিকে তার অসুস্থতার খবর শুনে সোশ্যাল মিডিয়ায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষিরা দ্রুত আরোগ্য কামনা করে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।
সারাবাংলা/আরএসও/পিএম
আরও পড়ুন : সাইকো রূপে দেখা দিলেন জয়া আহসান