সালমানের সামনেই ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব!
৫ জানুয়ারি ২০১৯ ১৫:১৬ | আপডেট: ৫ জানুয়ারি ২০১৯ ১৮:২০
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
মাত্রই ক’দিন হলো বলিউডে এসেছেন ভিকি কৌশল। ‘মাসান’, ‘রমন রাঘব’, ‘সাঞ্জু’, ‘মনমর্জিয়া’র মতো দারুণ ও উপভোগ্য সব সিনেমায় অভিনয় করে ইতোমধ্যেই পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন এই অভিনেতা। জয় করে নিয়েছেন দর্শকের হৃদয়। তাই বলে সালমান খানের প্রেমিকা ক্যাটরিনা কাইফকে প্রেমের প্রস্তাব দিবেন তিনি! তা-ও কিনা সাল্লু ভাইয়ের সামনেই!
আরও পড়ুন : আসল পরীক্ষায় পূজা
হ্যাঁ, সেই কাজটিই করেছেন ভিকি কৌশল। একটি অনুষ্ঠানে উপস্থাপনা করছিলেন ভিকি। সেখানে উপস্থিত ছিলেন ক্যাটরিনা কাইফ ও সালমান খান। সেসময় প্রকাশ্যেই তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন এই অভিনেতা।
ভিকি বলেন, বলিউডে এখন বিয়ের মৌসুম চলছে। সবাই যেখানে বিয়ে সেরে নিচ্ছেন, সেখানে ক্যাট কেন এখনও বসে রয়েছেন? ক্যাট তো চাইলেই ভিকি কৌশলের মতো ভালো কাউকে বিয়ে করে নিতে পারেন। তার ওই মন্তব্যের পরই ‘মুঝসে শাদি কারোগি’ সিনেমার গানটি বেজে ওঠে। আর সেই গান শুনে হেসে ফেলেন ক্যাটরিনা কাইফ।
সালমান খান অবশ্য আরও মজার প্রতিক্রিয়া দিয়েছেন। দর্শক সারিতে বসে বোন অর্পিতা খানের কাঁধের উপর মাথা রেখে শুয়ে পড়েন ভাইজান। গোটা দৃশ্যটি ভিডিও হয়ে মুহুর্তেই ছড়িয়ে পড়ে অন্তর্জালে।
সারাবাংলা/টিএস/পিএম
https://www.instagram.com/p/BsIhyOMAhMo/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
আরও পড়ুন :
মলিন ‘বিজয়া’য় উজ্জ্বল জয়া
রাজনীতির মুখে ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’