Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার নির্মাতার ১৫ নাটক


৪ জানুয়ারি ২০১৯ ১৪:৩৭ | আপডেট: ৪ জানুয়ারি ২০১৯ ১৫:০১

।। এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

সমুদ্রসৈকত কক্সবাজারে তারকার মেলা বসেছিল। উদ্দেশ্য একটাই, শুটিং। সেখানকার মনোরম লোকেশনে নির্মিত হয়েছে ১৫টি একক নাটক। ২৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত হয়েছে নাটকগুলোর দৃশ্যধারণ।

নিলয় আলমগীর, শ্যামল মাওলা, নজরুল রাজ, মৌসুমী হামিদ, শবনম ফারিয়া, মিথিলা, এস এন জনি, জাহারা মিতু, জয়নাল জ্যাক, আরিয়াসহ আরও অনেকে অভিনয় করেছেন নাটকগুলোতে।

এ প্রসঙ্গে অন্যতম নির্মাতা সাখাওয়াত মানিক বলেন, ‘১৫টি নাটকের মধ্যে আমার পরিচালানায় নির্মিত হয়েছে ৪টি নাটক। ভিন্ন ভিন্ন গল্পে নির্মিত হয়েছে প্রতিটি নাটক। এর মধ্যে আমার রচনায় “এখানেই বসন্ত”, এস সিরাজির রচনায় “বেদন”, শ্যামল মাওলার রচনায় “তিক্ত হানিমুন”, মুনতাহা ব্রিতার রচনায় “যাকে প্রেমিক বলা যায়” নাটকগুলো নির্মিত হয়েছে। এগুলো দর্শকের ভালো লাগবে।’

আরেক নির্মাতা মাহমুদ হাসান রানা বলেন, ‘দর্শকদের চাহিদার কথা বিবেচনা করেই আমরা নতুন বছরে উপহার দিতে নাটকগুলো সফলভাবে নির্মাণ করেছি। এর মাঝে আমার পরিচালনায় নির্মিত হয়েছে ৩টি নাটক। সেতু আরিফের রচনায় নির্মিত হয়েছে “প্রেমের গল্পে পিছুটান থাকতে নেই” ও  “সুখ পাখির ডানা”। “কিপ্টা জামাই” নির্মিত হয়েছে রুহুল আমিনের রচনায়।’

শিগগিরই নাটকগুলো বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানা গেছে নির্মাতা সূত্র থেকে।

সারাবাংলা/আরএসও/পিএ

কক্সবাজার নাটক শুটিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর