Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনপ্রিয় সুরকার ফুয়াদ ক্যানসারে আক্রান্ত


১৪ জানুয়ারি ২০১৮ ১৪:০৯

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

ক্যানসারে আক্রান্ত জনপ্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। খবরটি দিয়েছেন ফুয়াদ নিজেই। রোবরার সকালে নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ফুয়াদ তার ভক্ত এবং শুভাকাংখিদের এই দুঃসংবাদ জানান।
ভিডিও বার্তায় ফুয়াদ বলেন, ‘খবরটি নিয়ে যাতে কোনও ধরণের বিভ্রান্তি না ছড়ায় সেজন্য আমি নিজেই বিষয়টি সবাইকে জানাতে চাই। আমি ক্যানসারে আক্রান্ত। আমার শরীরে প্যাপিলারি ক্যানসারের জীবাণু পাওয়া গেছে। যা থাইরয়েড ক্যানসার নামে পরিচিত।’
তবে ফুয়াদের শরীরে প্যাপিলারি ক্যানসারের জীবাণু কোন পর্যায়ে আছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। আশার কথা হচ্ছে থাইরয়েড ক্যানসার হচ্ছে ক্যানসারের অন্যান্য ধরণগুলোর মধ্যে তুলনামূলক নিরাময়যোগ্য। ইতিমধ্যেই ফুয়াদ চিকিৎসা শুরু করেছেন এবং দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া প্রত্যাশা করেছেন। ফুয়াদ আল মুক্তাদির বর্তমানে পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর