Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হৃত্বিককে নিয়ে পরিচালক শঙ্করের পরিকল্পনা


৩ জানুয়ারি ২০১৯ ১৬:১২

হৃত্বিক ও শঙ্কর

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

পরিচালক শঙ্কর মানেই নতুন কিছু, বড় আয়োজনের সিনেমা। উদাহরণ হিসেবে বলা যায় সম্প্রতি তার পরিচালিত যে ছবিটি মুক্তি পেয়েছে সেটার কথা। ছবিটির নাম ‘২.০’। রজনীকান্ত ও অক্ষয় কুমারকে নিয়ে নির্মিত ছবিটি আয়সহ বিভিন্ন রেকর্ড করে গত বছরের শেষের দিকে ছিল আলোচনার শীর্ষে। শুধু এই ছবিটিই নয়, ‘আই’ নামের একটি ছবিতেও পরিচালক শঙ্কর কেন ভিন্ন তা বুঝিয়েছেন।

তামিলনাড়ুর ভিন্ন মাত্রার এই পরিচালক এবার পরিকল্পনা করছেন তার পরের ছবির। ছবিটি হবে সাই-ফাই অর্থাৎ বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর। আর এই ছবিতে নায়ক হিসেবে পরিচালকের ইচ্ছা হৃত্বিককে। ছবির ব্যাপারে নাকি হৃত্বিকের সঙ্গে কথাও বলেছেন শঙ্কর। গুঞ্জন আছে, হৃত্বিক কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য রাজি হয়েছেন।

হৃত্বিককে নিয়ে এর আগেও কাজ করতে চেয়েছেন শঙ্কর। ‘২.০’ ছবির ভিলেন পাকশি রাজন চরিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রস্তাব গিয়েছিল হৃত্বিকের কাছে। এমনকী শঙ্কর তার ‘আই’ ছবিতেও কেন্দ্রীয় চরিত্রে চেয়েছিলেন হৃত্বিককে।

এখন দেখার অপেক্ষা শঙ্করের মনের ইচ্ছা পূরণ করতে পারেন কি না হৃত্বিক রোশান। অন্যদিকে হৃত্বিক এখন ব্যস্ত ‘সুপার ৩০’-এর ডাবিংয়ে। এর পর তিনি শুরু করবেন যশরাজ ফিল্মসের সিনেমা। যেখানে তার সঙ্গে অভিনয় করবেন টাইগার শ্রফ। তাছাড়া ‘কৃষ ৪’-এর কাজ তো রয়েছেই।

সারাবাংলা/পিএ

শঙ্কর হৃত্বিক রোশান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর