Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন পরিচালক আনছে জাজ


২ জানুয়ারি ২০১৯ ১৮:২১ | আপডেট: ৩ জানুয়ারি ২০১৯ ১৬:৩১

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

খেলতে গিয়ে পরিত্যক্ত পাইপের ভেতর পড়ে যায় শিশু জিয়াদ। সেখানেই মৃত্যু হয় তার। ২০১৪ সালে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনা সেসময় বেশ আলোড়ন তোলে। শোকাচ্ছন্ন করে সাধারন মানুষকে। আর এই ঘটনাটিকেই উপজীব্য করে ছবি নির্মাণ করবে বলে জানিয়েছিল প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। যার ধারাবাহিকতায় এবার জানা গেলো এই ছবিতেই হাতেখড়ি হবে নতুন একজন নির্মাতার। ছবির সম্ভাব্য নাম রাখা হয়েছে ‘আয়াত’।

বিজ্ঞাপন

জিয়াদ চরিত্রে কে অভিনয় করবেন সেটি এখনো চূড়ান্ত করেনি প্রযোজনা প্রতিষ্ঠান। তবে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের প্রধান হিসেবে ছবিতে অভিনয় করবেন রোশান। সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

এই প্রতিবেদককে এর চেয়েও চমকের খবর জানিয়েছেন আব্দুল আজিজ। ‘জিয়াদ’ ছবিতে একই সঙ্গে একজন পরিচালক ও একজন নায়িকাকে চলচ্চিত্র জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন বলে জানিয়েছেন তিনি।

বড় চমক দেয়ার ইচ্ছায় নায়িকার নামটি গোপন রাখলেও জানিয়েছেন পরিচালকের নাম। ‘জিয়াদ’ পরিচালনা করবেন রাহিম নামের নতুন এক নির্মাতা। যিনি এর আগে, নির্মাতা রায়হান রাফির সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

আব্দুল আজিজ বলেন, ‘রাহিমকে নিয়ে আমি আশাবাদী। ও একেবারেই নতুন মানুষ, তবে মেধাবী। গত বছর যেমন আমরা রায়হান রাফিকে দিয়েছি এবার দিচ্ছি রাহিমকে। রাফির মতো রাহিমও বাংলা সিনেমায় চমক দেখাবে বলেই আমি বিশ্বাস করি।’

এদিকে জিয়াদকে নিয়ে ছবিতে অভিনয়ের প্রসঙ্গে রোশান বলেন, ‘আজিজ ভাই আমাকে প্রাথমিকভাবে বলে রেখেছেন ছবিটি নিয়ে। আমি গল্পটিও শুনেছি। তবে সবকিছু এখনো চূড়ান্ত হয়নি।’

বিজ্ঞাপন

জিহাদকে নিয়ে সিনেমাটির কাহিনী ও সংলাপ লিখছেন আব্দুল আজিজ ও নাজিম উদ দৌলা। এ বছরের মার্চ মাসে শুরু হবে ছবিটির দৃশ্যধারণ। এর আগে বড় পরিসরে অনুষ্ঠান করে নায়িকাকে পরিচয় করিয়ে দেবে জাজ।

উল্লেখ্য, মার্চে আরও একটি সিনেমার কাজ শুরু করবেন রোশান। জাজের প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন রায়হান রাফি। অন্ধকার জগতের গল্প নিয়ে নির্মিতব্য এই সিনেমায় রোশান ছাড়াও সিয়াম-পূজা জুটিকেও দেখা যাবে।

সারাবাংলা/টিএস/পিএ/পিএম

আব্দুল আজিজ জাজ মাল্টিমিডিয়া জিয়াদ রাহিম রোশান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর