Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আকাশের সঙ্গে ‘লং ড্রাইভ’-এ দোয়েল


২ জানুয়ারি ২০১৯ ১৬:১৭ | আপডেট: ২ জানুয়ারি ২০১৯ ১৭:১৫

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী আকাশ সেন ওপার বাংলার পাশাপাশি বাংলাদেশেও পরিচিত। বাংলাদেশে প্লেব্যাকের পাশাপাশি বেশকিছু মিউজিক ভিডিও উপহার দিয়েছেন তিনি।

এবার নতুন বছরে আকাশ হাজির হলেন নতুন গান ‘লং ড্রাইভ’ নিয়ে। মঙ্গলবার (১ জানুয়ারি) রাতে গানটি অনলাইনে মুক্তি পেয়েছে। গানটিতে আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিছেন ইশরাত দোয়েল।

‘মুড আমার রোমান্টিক, ওয়েদারও ফ্যান্টাস্টিক, লং ড্রাইভে নিয়ে যা না ও আমার প্রেমিক…’- কথার গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায় ও সংগীতায়োজন করেছেন আকাশ নিজেই। গানটির ভিডিওটি নির্দেশনা দিয়েছেন শিবরাম শর্মা। আকাশ ও দোয়েলের সঙ্গে এতে মডেল হয়েছেন ফারহান খান রিও।

‘লং ড্রাইভ’ প্রসঙ্গে আকাশ বলেন, ‘রোমান্টিক মুড, ফ্যান্টাস্টিক ওয়েদারে নতুন বছরকে বরণ করার জন্য দারুণ একটি গান এটি। আশাকরি গানটি শ্রোতাপ্রিয় হবে।’

গান-ভিডিওটি ডিজিটাল কন্টেন্ট প্লাটফর্ম ‘চমৎকার ডিজিটাল’র প্রথম কাজ। মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছেন ইমাম হাসান ও কার্যনির্বাহী প্রযোজক হিসেবে ছিলেন মুহাম্মাদ আলতামিশ নাবিল। তিন মিনিটের এ ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে রাজধানীর কোক স্টুডিওতে।

সারাবাংলা/আরএসও/পিএ

আকাশ সেন দোয়েল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর