একই দিনে এপারে-ওপারে জয়া আহসান
১ জানুয়ারি ২০১৯ ১৭:৫৮ | আপডেট: ১ জানুয়ারি ২০১৯ ১৮:০৭
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
দুই বাংলায় এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে দিয়েই ইংরেজি নতুন বছর ২০১৯-এর খাতা খুলছে দুই বাংলার চলচ্চিত্রাঙ্গন। আসছে শুক্রবার (৪ জানুয়ারি) বাংলাদেশে সাফটা চুক্তির আওতায় মুক্তি পাচ্ছে কৌশিক গাঙ্গুলি পরিচালিত ছবি ‘বিসর্জন’। একই দিন অর্থাৎ ৪ জানুয়ারি ওপার বাংলায় মুক্তি পাচ্ছে ‘বিসর্জন’ চলচ্চিত্রেরই দ্বিতীয় কিস্তি ‘বিজয়া’।
একই পরিচালক ও একই শিল্পীদের অভিনয়ে সমৃদ্ধ ‘বিজয়া’ ছবিটি এখন টালিগঞ্জের অন্যতম আকাঙ্ক্ষিত ছবি। শিগগিরই বাংলাদেশেও সাফটা চুক্তির আওতায় ছবিটি মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন ছবির অভিনেত্রী জয়া আহসান। শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে বড় পরিসরে মুক্তি পেতে চলেছে ‘বিজয়া’।
জয়া আহসান বলেন, ‘আমার অভিনয় জীবনে ‘‘বিসর্জন’’ ও ‘‘বিজয়া’’ বিশেষভাবে উল্লেখ করার মত দুটি চলচ্চিত্র। এর আগে সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে যেসব চলচ্চিত্র মুক্তি পেয়েছে, সেসব ছবিতে বাংলাদেশকে, বাংলার মানুষকে, মাটির গানকে তেমন একটা খুঁজে পাওয়া যায়নি। তবে এ দুটি ছবিতে আমাদের শেকড়ের সন্ধান মিলবে। আমার শুভাকাংখী-দর্শক যারা পদ্মা, গনেশ মন্ডল ও নাসেরের গল্প বড় পর্দায় দেখবেন বলে এতদিন টিভিতে কিংবা অন্য কোনো মাধ্যমে ‘বিসর্জন’ দেখেননি তাদের সবাইকে শুক্রবার থেকে ছবিটি দেখবার জন্য অনুরোধ করছি।
ঢাকার মধুমিতা, বলাকা, স্টার সিনেপ্লেক্স, শ্যামলী সিনেমা ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে প্রদর্শিত হবে ‘বিসর্জন’। ২০১৭ সালের ১৪ এপ্রিল পশ্চিমবঙ্গে মুক্তি পায় সিনেমা ‘বিসর্জন’। এ ছবির জন্যই প্রথম বাংলাদেশি হিসেবে জয়া পেয়েছেন ভারতের সম্মানজনক ফিল্মফেয়ার, জি সিনে সহ বিএফজিএ, ইন্টারন্যাশনাল বাংলা ফিল্ম অ্যওয়ার্ড, শ্রেষ্ঠ বাঙালিসহ অসংখ্য পুরস্কার। ছবিতে জয়ার বিপরীতে অভিনয় করেছেন পরিচালক কৌশিক গাঙ্গুলি ও আবির চট্টোপাধ্যায়।
সারাবাংলা/পিএ/পিএম