কাঁদলেন দীপিকা
১ জানুয়ারি ২০১৯ ১৫:৫৯ | আপডেট: ১ জানুয়ারি ২০১৯ ১৭:৪১
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
‘সিনেমায় আমি রানী পাইনি কিন্তু বাস্তব জীবনে ঠিকই রানীকে পেয়ে গেছি।’ ২০১৮ সালের শেষ দিনটিতে ‘প্রিয়জন’ দীপিকা পাড়ুকোনকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন রণবীর সিং। আর রণবীরের মুখে এমন কথা শুনে কেঁদে ফেলেছেন দীপিকা! যার ভিডিও ক্লিপিংস ছড়িয়ে পড়েছে অন্তর্জালে।
নতুন বছরের শুরুতেই রণবীর-দীপিকা রয়েছেন আলোচনায়। এই ভিডিওটি ছাড়াও আরও একটি খবর ঘুরে বেড়াচ্ছে অন্তর্জালে। তা হল-অভিনেত্রী দীপিকা পাড়ুকোন নাকি মা হতে চলেছেন!
দিপীকা-রণবীরের কান্নার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই তাদেরকে শুভকামনা জানিয়েছেন। সঙ্গে দীপিকার গর্ভধারণের প্রশ্নও তুলেছেন! এমন সন্দেহের পেছনে একমাত্র কারণ, সঞ্জয়লীলা বানসালির ‘পদ্মাবত’-এর পর আর কোন ছবিতেই তার অভিনয় না করা।
সদ্য শেষ হওয়া বছরের ২০ নভেম্বর ইতালিতে বিয়ে করেছেন রণবীর ও দীপিকা। বিয়ের পর রণবীর অনেকগুলো ছবিতে অভিনয় করলেও দীপিকা এখনও কোনো কাজ শুরু করেননি। গেল সপ্তাহেও মুক্তি পেয়েছে রণবীর ও সারা আলী খানের ছবি ‘সিম্বা’। অনেক দিন কাজের বাইরে থাকার একারণেই দীপিকার ‘মা’ হতে যাওয়ার গুঞ্জনটি সবচেয়ে বেশি ছড়িয়েছে।
এ প্রসঙ্গে দীপিকা অবশ্য বেশ মজার উত্তর দিয়েছেন। বলেছেন, ‘বিয়ে যখন করেছি মা তো হবোই!’ ‘ওম শান্তি ওম’ তারকার এই উত্তর শুনে রহস্য আরও বেড়েছে। ফলে ভারতীয় গসিপ ম্যাগাজিনগুলো জোরের সঙ্গেই প্রচার করছে দীপিকার মা হওয়ার খবর।
সারাবাংলা/টিএস/পিএ/পিএম
https://www.facebook.com/arpita.dutta.75286100/videos/528901580941606/