নক্ষত্র পতনে বছর শুরু
১ জানুয়ারি ২০১৯ ১৩:৫০ | আপডেট: ১ জানুয়ারি ২০১৯ ১৪:৫৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
সিনেমাপ্রেমীদের নতুন বছর শুরু হলো কিংবদন্তী হারানোর খবর শুনে। বলিউডের প্রখ্যাত অভিনেতা কাদের খান না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো খবরটি নিশ্চিত করেছে।
কানাডার একটি হাসপাতালে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দেহত্যাগ করেন কাদের খান। তিনি গত চার মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানা যায়। বার্ধক্যজনিত নানা সমস্যার পাশাপাশি তিনি শ্বাস কষ্ট জনিত রোগে ভুগছিলেন। কিছুদিন আগে হাঁটুতেও অস্ত্রোপচার হয়েছিল তার।
আরও পড়ুন : নতুন বছরে জয়াই প্রথম
তার ছেলে সরফরাজ পিটিআইকে বলেন, ‘শ্বাসকষ্টজনিত কারণে তাকে ভেন্টিলেটরে দেওয়াও হয়েছিল। রেগুলার ভেন্টিলেটর থেকে এক সময়ে তাকে বিশেষ ভেন্টিলেটরে স্থানান্তরিত করা হয়।’
এর আগে কাদের খানের মৃত্যু নিয়ে গুজব তৈরী হয়েছিল। বিভিন্ন সংবাদ মাধ্যমে তার মৃত্যুর খবর ফলাও করে প্রচার করা হয়েছিল। পরবর্তীতে সেই কাদের খানের ছেলে নিজে গুজবের অবসান ঘটান। কিন্তু বিধি বাম! গুজবের একদিন যেতে না যেতেই সত্যিই ওপারের বাসিন্দা হলেন তিনি।
কাদের খান ১৯৩৫ সালের ২২ অক্টোবর আফগানিস্তানের কাবুলে জন্মগ্রহন করেন। তিনি ১৯৭০ সাল থেকে একবিংশ শতাব্দী পর্যন্ত ৪৫০ টিরও বেশি হিন্দি এবং উর্দু সিনেমায় অভিনয় করেছেন এবং ২৫০ টিরও বেশি ভারতীয় সিনেমার সংলাপ লিখেছেন।
রুপলি মঞ্চে পা রাখার পরও ১৯৭০-৭৫ সালে তিনি মুম্বাইয়ের এম. এইচ. সাবু সিদ্দিক কলেজ অব ইঞ্জিনিয়ারিং- এ পুরকৌশল এর একজন অধ্যাপক ছিলেন।
সারাবাংলা/আরএসও/টিএস
আরও পড়ুন : স্মৃতির পাতায় মৃণাল সেন