Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলকাতার মঞ্চে ‘সোনাই মাধব’


১৩ জানুয়ারি ২০১৮ ১৭:৫৮ | আপডেট: ১৩ জানুয়ারি ২০১৮ ১৮:০১

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

এস.বি. পার্ক সার্বজনীন এর আয়োজনে কলকাতায় বসেছে চার দিনব্যাপী ‘২য় আন্তর্জাতিক নাট্য উৎসব’। ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। এবারের উৎসবে বাংলাদেশে থেকে লোকনাট্য দলের সোনাই মাধব নাটকটি দেখানো হবে।

সোনাই মাধব নাটকটি উৎসবের শেষ দিন (সোমবার) সন্ধ্যায় কলকাতার সুদীপ ভট্টাচার্য্য মঞ্চে প্রদর্শিত হবে। নাটকটির পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী।

ময়মনসিংহ গীতিকা অবলম্বনে রচিত এই নাটকে সোনাই চরিত্রে রোকসানা আক্তার রূপসা ও মাধব চরিত্রে জাহিদুল কবির লিটন অভিনয় করবেন। এবারের উৎসবে ভারতের ৪টি, বাংলাদেশ ও ব্রাজিলের একটি করে নাটক প্রদর্শীত হচ্ছে।

সারাবাংলা/টিএস/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর