Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার দিনেই ১০০ কোটি কামাবে ‘সিম্বা’!


২৮ ডিসেম্বর ২০১৮ ১৪:২৪

সিম্বা

।। এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

খান ব্রাদার্সদের জন্য এ বছর খুব বেশি ভালো যায়নি। সালমান খান, আমির খান কিংবা শাহরুখ খান- কেউই সেভাবে প্রত্যাশা পূরণ করতে পারেনি। সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন তারা। তাই বলিউডের বাণিজ্য বিশ্লেষকরা রোহিত শেঠি পরিচালিত ‘সিম্বা’ নিয়ে আশায় বুক বেঁধেছেন। তারা মনে করছেন রণবীর সিং ও সারা আলি খান অভিনীত বছরের শেষ ছবিটি বক্স অফিসে হিসেব নিকেশ পাল্টে দেবে।

চলচ্চিত্র প্রদর্শক অক্ষয় রাথি ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন, ‘প্রথম দিনে (২৮ ডিসেম্বর) ছবিটি ২৫ কোটি রুপি আয় করবে। সেই সঙ্গে তিন-চার দিনের মাথায় ১০০ কোটি ক্লাবের সদস্য হবে।’

তিনি মনে করেন ‘সিম্বা’ অবশ্যই ব্লকবাস্টার হবে। অক্ষয় রাথি আরও বলেন, ‘এই ছবির সেটাপ, কাস্টিং এবং পরিচালক- সবকিছু সেরা। আমি মনে করি ছবিটি জনগণের কাছে বিষ্ময়ের কারণ হয়ে দাঁড়াবে।’

আজ (২৮ ডিসেম্বর) মুক্তি পেয়েছে ‘সিম্বা’। এতে অভিনয় করেছেন রণবীর সিং ও সারা আলি থান। ক্যামিও চরিত্রে আছেন অজয় দেবগন। এদিকে  বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যম থেকে পাওয়া তথ্যমতে, বলিউড চলচ্চিত্র সমালোচকরা সিনেমাটির ভূয়সী প্রশংসা করছেন।

সারাবাংলা/আরএসও/পিএ

অজয় দেবগণ রণবীর সিং রোহিত শেঠি সারা আলী খান সিম্বা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর