Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ে করলেন মাইলি সাইরাস ও হেমসওয়ার্থ


২৭ ডিসেম্বর ২০১৮ ০৮:১৩ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮ ১৪:৩২

।। বিনোদন ডেস্ক।।
শত গুঞ্জনের অবসান ঘটলো অবশেষে। মার্কিন পপ তারকা মাইলি সাইরাস গুঞ্জন ভেঙে জানালেন পুরনো প্রেমিক অস্ট্রেলিয়ান অভিনেতা লিয়াম হেমসওয়ার্থকে বিয়ে করেছেন। ‘বাগদান’ অনুষ্ঠানের দু’জনের ঘনিষ্ট ছবি প্রকাশ করে জানিয়ে দিলেন নতুন ইনিংসের কথা।

প্রায় এক দশক আগে ‘দ্য লাস্ট সং’ সিনেমার সেটে এ আলোচিত জুটির সাক্ষাত। তারপর প্রেম। ফের বিচ্ছেদ। আবার প্রেম। তারপর নানান গুঞ্জনে কেটেছে অনেক বছর।

বিজ্ঞাপন

অবশেষে বুধবার অন্তর্জালে নিজের টুইটার অ্যাকাউন্টে সাইরাস শেয়ার করেছেন তার বাগদানের ছবি। পারিবারিকভাবে ঘনিষ্টজনদের উপস্থিতিতে আংটি বদল করেছেন দু’জন।

নভেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দু’জনের ঘরই পুড়ে ছাই হয়ে যাওয়ার পর ফ্রাংলিনে নিজের নতুন বাসায় উঠেন সাইরাস। সেখানে ঘনিষ্টদের সাথে নিয়ে বাগদানের অনুষ্ঠানটা সেড়ে নিলেন এই সঙ্গীত তারকা ও অস্ট্রেলিয়ান অভিনেতা।

https://www.instagram.com/p/BWWolfGFMsR/?utm_source=ig_web_copy_link

টুইটার অ্যাকাউন্টে সাইরাস বাগদানে দু’জনের ঘনিষ্ট ছবি প্রকাশ করে নিচে ক্যাপশনে লিখেন ‘১০ বছর পর…’। দু’জনের গায়েই বিয়ের পোশাক পড়া।
এ জুটি ২০১২ সালে সম্পর্কে জড়ায়। কিন্তু ওই বছরেই বিচ্ছেদ ঘটে তাদের। তিন বছর বিরতিতে ২০১৫ সালে পুনরায় সম্পর্কে জড়ান তারা। এর মাঝে বিয়ে নিয়ে নানান গুঞ্জন ওঠে। অবশেষে সেই গুঞ্জনের ইতি ঘটলো আনুষ্ঠানিকভাবে।

সারাবাংলা/জেএইচ/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর