Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউডের অপ্রত্যাশিত ৯ হিট!


২৬ ডিসেম্বর ২০১৮ ১৩:১৫

বলিউড সিনেমা

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

২০১৮ সালে বলিউডে অসংখ্য ছবি মুক্তি পেয়েছে। মুক্তির আগেই কিছু ছবি নিয়ে জোর আলোচনা ছিল। সেসব ছবির অনেকগুলোই শেষ পর্যন্ত হিট-সুপারহিট হয়েছে। কিছু ছবি আলোচনায় থাকার পরেও আশানুরূপ ব্যবসা করতে পারেনি। আবার এমন কিছু ছবি আছে যা তেমন আলোচনায় না থাকলেও মুক্তির পরে বাজার ঘুরিয়ে দেয়। চলে আসে আলোচনার কেন্দ্রে। ২০১৮ সালের সেরকম ৯ ছবি সম্পর্কে জানুন এই প্রতিবেদনে।

বিজ্ঞাপন

আন্ধাধুন:

চলচ্চিত্র বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, বছরের অন্যতম সেরা ছবি আন্ধাধুন। পরিচালক শ্রীরাম রাঘবনের এই ছবিতে বলিউডের গায়ক-নায়ক আয়ুষ্মান খুরানা তার অভিনয় জীবনের অন্যতম সেরা কাজটা করে ফেলেছেন। ছবিতে তার অভিনয় ছিল মনে রাখার মতো। মাত্র ৩২ কোটি টাকায় বানানো ছবিটি এরইমধ্যে শতকোটির ক্লাবে ঢুকে গেছে। এখন পর্যন্ত আয়  প্রায় ১১২ কোটি।

স্ত্রী:

রাজকুমার রাও-এর অভিনয় প্রতিভা ইতিমধ্যেই প্রমানিত। তার সঙ্গে যুক্ত হয়েছে সু-অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এই দুজনের যুগলবন্দি বছরের অন্যতম সেরা ছবিতে পরিণত করেছে ‘স্ত্রী’। তার সঙ্গে যোগ হয়েছে দারুণ এক গল্প আর গান। সব মিলিয়ে ‘স্ত্রী’ বছরের অন্যতম আলোচিত ছবি। ২৫ কোটি খরচে বানানো ছবি ইতিমধ্যেই ব্যবসা করেছে ১৮০ কোটি টাকা।

রাজি:

গুলজার কন্যা মেঘনা গুলজার পরিচালিত ছবিটি মুক্তি পায় মে মাসে। আলিয়া ভাট, ভিকি কুশল অভিনীত ৩৫ কোটির এই ছবি ইতিমধ্যেই ১৯৪ কোটির টাকারও বেশি আয় করেছে। আলিয়া ও ভিকি কুশলের অভিনয় দেখার জন্যই এই ছবি বারবার দেখা যায় বলে মত সিনেমামোদীদের।

প্যাডম্যান:

ইদানিংকালে সমাজ সচেতনতামূলক গল্পের ছবিতে বেশি দেখা যায় অক্ষয় কুমারকে। সর্বশেষ করলেন প্যাডম্যান। মেয়েদের স্যানিটারি ন্যাপকিন নিয়ে বিপ্লব ঘটিয়ে দেওয়া অরুণাচলম মুরুগানাথমের জীবনের উপর ভিত্তি করে তৈরী এই ছবিটিতে অক্ষয় কুমার, সোনম কাপুর ও রাধিকা আপ্তে অভিনয় করেছেন। ২০ কোটি খরচ করে বানানো এই ছবিতে সামাজিক বার্তা যেমন আছে, তেমনই এক জনের জীবনসংগ্রামকে নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক আর বালকি।

বিজ্ঞাপন

অক্টোবর:

অনেকে বলেছেন বছরের সেরা প্রেমের ছবি। ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ বা ‘বদলাপুর’-এর বরুণ ধাওয়ান নিজেকে ভেঙেচুরে উপস্থিত হয়েছেন ছবিটিতে। অন্যদিকে ‘ভিকি ডোনার’, ‘পিকু’-র নির্মাতা সুজিত সরকারও দেখিয়েছেন তার মুন্সিয়ানা। সব মিলিয়ে আক্টোবর নিয়ে তাই আলোচনার কমতি নেই।

বাধাই হো:

আয়ুষ্মান খুরানা যেন এ বছরের কিং মিডাস! যেখানে হাত দিয়েছেন সফল হয়েছেন। অমিত শর্মা পরিচালিত ছবিটিতে আয়ুষ্মান ছাড়াও অভিনয় করেছেন নীনা গুপ্ত, গজরাজ রাও, সানিয়া মলহোত্রা। হাস্যরসের বুনটে তৈরি এই ছবির বাজেট ছিল মাত্র ২৯ কোটি টাকা। কিন্তু ইতিমধ্যেই প্রায় ২২২ কোটি টাকার ব্যবসা দিয়ে ফেলেছে। ব্যবসার বিচারে এই ছবির সফলতা ঈর্ষনীয়। অথচ মুক্তির আগে ছবিটি নিয়ে অতো প্রত্যাশা ছিল না স্বয়ং পরিচালকেরই।

মান্টো:

শক্তিমান অভিনেতা হিসেবে ইতিমধ্যেই নওয়াজউদ্দিন সিদ্দিকির জায়গা পোক্ত। মান্টো ছবি দিয়ে সেই জায়গাটাকে আরও শক্ত করলেন তিনি। উর্দু সাহিত্যিক সাদত হোসেন মান্টোর জীবন অনুসারে তৈরি ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। নন্দিতা দাসের পরিচালনার গুণ ও নওয়াজের অভিনয়ের মেলবন্ধন ছবিটিকে বক্সঅফিসে আলাদা করে জায়গা করে দিয়েছে। ‘নিশান-ই-ইমতিয়াজ’ সম্মানে ভূষিত এই ছবি যাবে অনেক দূর।

হিচকি:

রানি মুখার্জির কামব্যাক ছবি। তাতেই সফল তিনি। একাই টেনে নিয়ে গেছেন ছবির গল্প। মাত্র ১২ কোটি খরচে বানানো ছবিটি প্রায় ২৪০ কোটি টাকা ঘরে তুলে নিয়েছে। ‘ট্যুরেট’ সিন্ড্রোমে আক্রান্ত একজন শিক্ষিকার জীবন নিয়ে গড়ে উঠেছে ছবির কাহিনী। শুধু ভারতে নয়, ভারতের বাইরেও সমান দাপুটে ছিল ‘হিচকি’।

পরমাণু: দ্য স্টোরি অব পোখরান:

এই ছবির মূল অস্ত্র পরিচালকের মুন্সিয়ানা আর ছবির গল্প। আমেরিকার গোয়েন্দা উপগ্রহের চোখ এড়িয়ে, সিআইএ এবং আইএসআইয়ের গুপ্তচরদের সামলে, কিভাবে ভারত তার পরীক্ষামূলক বিস্ফোরণগুলি ঘটিয়েছিল, ছবির গল্প তাই নিয়ে। জন আব্রাহাম,বোমান ইরানি অভিনীত এই ছবি প্রথম দিকে তেমন আগ্রহ তৈরি না করলেও শেষ পর্যন্ত প্রায় ৯২ কোটি টকা ব্যবসা করেছে।

বিদেশি পত্রিকা অবলম্বনে

সারাবাংলা/পিএম/পিএ

ব্যবসা

বিজ্ঞাপন

শিশুশ্রম: এক নির্মম বাস্তবতা
২৩ এপ্রিল ২০২৫ ১৯:৩২

আরো

সম্পর্কিত খবর