শক্তিশালী পাত্র চান ক্যাটরিনা কাইফ
২৫ ডিসেম্বর ২০১৮ ১৭:৪১ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮ ১৭:৫১
।। এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
শীতকালকে রীতিমতো বিয়ের মৌসুম বানিয়ে ফেলেছেন বলিউড তারকারা। দীপিকাকে সিঁদুর পরিয়েছেন রণবীর সিং, নিক জোনাসের গলায় মালা দিয়েছেন প্রিয়াংকা চোপড়া।
এখন সবার চোখ ক্যাটরিনা কাইফের দিকে। বলিউডের দুই আবেদনময়ী তো গাঁটছড়া বেঁধেছেন। ভালোবাসার মানুষকে জীবন সঙ্গী করেছেন। কিন্তু ক্যাটরিনা কাইফের কি হলো? তিনি বিয়ে করছেন কবে? এটি যেন যেন কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন : বড়দিনে টনি’র বাসায় তারকা হাট
সম্প্রতি ক্যাটরিনা নিজের বিয়ের নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সবাই আমাকে এই একই প্রশ্ন জিজ্ঞেস করে। কিন্তু বিয়েটা কি আমার হাতে বলুন? কবে বিয়ে হবে এটা কি আগে থেকে প্ল্যান করা যায়? ইন্টারনেটে গিয়ে একটা বোতাম টিপে লিখে দিলাম আমার মনের মানুষ এসে যাও আর তখনি সে আমার সামনে হাজির হয়ে যাবে- এরকম আবার হয় নাকি? আমি মনে করি না আগে থেকে পরিকল্পনা করে বা পাত্র খুঁজে কোনও লাভ আছে। যখন হওয়ার ঠিক হবে। নিজে থেকেই হবে।’
নিজের বিয়ের বিষয়ে এমন রহস্য জিইয়ে রাখলেও নিজের পছন্দের পাত্র কেমন হবে সেটা তিনি জানিয়েছেন। ক্যাটরিনা জানান, ‘আমার পছন্দের পাত্র এমন হবে যে মজা করতে ভালবাসবে। শক্তিশালী হবে। একটু আধ্যাত্মিক মনের হবে। সেই সাথে তাকে হতে হবে পরিণত, সফল আর স্বাধীনচেতা।’
ক্যাটরিনার পছন্দের পাত্রের গুনাবলীর সঙ্গে সালমান খানের নাম চলে আসতেই পারে। শক্তিশালী হওয়ার পাশাপাশি সালমান সফল মানুষ বটে। তাহলে কি সালমান খানের দিকে ইঙ্গিত দিচ্ছেন ক্যাটরিনা? এ প্রশ্নের উত্তর যদিও এখন পাওয়া সম্ভব নয়। সেজন্য তার ছাদনাতলায় যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
প্রসঙ্গত, সালমানের সঙ্গে দীর্ঘ দিনের প্রেম ছিল ক্যাটরিনার। তারপর সেই প্রেমের ইতি টেনে চুটিয়ে প্রেম করেন বলিউড চকলেট বয় রণবীর কাপুরের সঙ্গে। সেই প্রেমের প্রদীপ এখন নিভে গেছে। শোনা যাচ্ছে সালমান খানের সঙ্গে আবারও নিভৃতে প্রেম করছেন এই লাস্যময়ী।
সারাবাংলা/আরএসও/পিএম
আরও পড়ুন :
. সন্তানদের নিয়ে প্রকাশ্যে জোলি
. ৫৫ বছরে বিটিভি
. পিতা-পুত্রের শুভেচ্ছা
. জয়াকে কৌশিক গাঙ্গুলির অনুরোধ
. টাকা ফেরত না এলে সিনেমা বানিয়ে কি লাভ? : ইলিয়াস কাঞ্চন