Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন নায়িকা আনছেন সালমান খান


২৪ ডিসেম্বর ২০১৮ ১৫:৩৭ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮ ১৫:৫৫

সালমান খান আওশ্বামি

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

এর আগেও বলিউডকে নতুন মুখ উপহার দিয়েছেন সালমান খান। সর্বশেষ এনেছেন সোনাক্ষী সিনহাকে। নিজ গুণে এরই মধ্যে বলিউডে নিজের জায়গাও পোক্ত করেছেন এই অভিনেত্রী। ‘দাবাং’ ছবির মাধ্যমে সালমান খানের সঙ্গে বলিউডের রূপালী জগতে প্রবেশ করেন সোনাক্ষী।

সেই দাবাং সিরিজের সিনেমার জন্যই আবার নতুন অভিনেত্রী নিয়ে হাজির হচ্ছেন বলিউড ভাইজান। দাবাং থ্রি সিনেমায় নতুন এই অভিনেত্রীর অভিনয়ের কথা নিশ্চিত করেছেন নবাগতা নায়িকার বাবা। নায়িকার বাবা নিজেও অভিনেতা।


আরও পড়ুন :  নানা আয়োজনে সঞ্জীব চৌধুরীর জন্মদিন


অভিনেত্রীর নাম আশ্বওয়ামি। তিনি বলিউডের পরিচিত অভিনেতা মহেশ মাঞ্জেরেকার-এর মেয়ে। আশ্বওয়ামির অভিনয়ের কথা স্বীকার করে মহেশ বলেন, ‘হ্যাঁ, সালমানের সঙ্গে আশ্বওয়ামি অভিনয় করবে। এর মাধ্যমে বলিউডে অভিষেক হবে তার।’

সালমান খানের সঙ্গে অনেক ছবিতে অভিনয় করেছেন মহেশ। দাবাং ছবিতেও একসঙ্গে অভিনয় করেছেন তারা। বেশ কাছ থেকে সালমানকে চেনেন তিনি।

‘দাবাং থ্রি’ ছবির শুটিং কবে থেকে শুরু হবে তার কিছু এখনও জানায়নি সালমানের প্রযোজনা সংস্থা। ছবিতে সোনাক্ষী থাকবেন কি না, সেটা নিয়েও মুখ খোলেনি কেউ।

সারাবাংলা/পিএ/পিএম


আরও পড়ুন :

.   ‘আন্দাজ আপনা আপনা’ সিক্যুয়ালে রণবীর সিং

.   টেলি সামাদের শারীরিক অবস্থা স্থিতিশীল

.   দুই কীর্তিমানের প্রয়াণে এফডিসিতে শোকসভা


সালমান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর