‘আন্দাজ আপনা আপনা’ সিক্যুয়ালে রণবীর সিং
২৪ ডিসেম্বর ২০১৮ ১৩:৪৭ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮ ১৪:১৮
।। এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
রাজকুমার সন্তোষীর ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৯৪ সালে। আমির খান, সালমান খান, রাভিনা টেন্ডন এবং কারিশমা কাপুর অভিনীত সেই ছবিটি সেরা হিন্দি কমেডি ছবিগুলোর মধ্যে অন্যতম।
আরও পড়ুন : টেলি সামাদের শারীরিক অবস্থা স্থিতিশীল
গত কয়েক বছর ধরে ছবিটির সিক্যুয়াল নির্মাণের কথা শোনা যাচ্ছিল। সেজন্য নাকি পরিচালক রাজকুমার সন্তোষী সেই আমির-সালমানকে নেয়ার চেষ্টা করছিলেন। তবে সেটা সম্ভবত হচ্ছেনা। সিক্যুয়ালে তারা দুজনের কেউ থাকছেন না। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্যমতে, রণবীর সিং অভিনয় করবেন ‘আন্দাজ আপনা আপনা’র দ্বিতীয় কিস্তিতে।
রণবীর সিং এখন তার মুক্তিপ্রতীক্ষিত ‘সিম্বা’ ছবির প্রচারনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। দম ফেলানোর ফুসরত নেই। সেই প্রচারনার অংশ হিসেবে রণবীর নিজের টুইটারে সাপ্তাহিক ছুটিতে ভক্ততের সঙ্গে কথোপকথনে অংশ নেন। সেখানে ভক্তের এক প্রশ্নের জবাবে তিনি ‘আন্দাজ আপনা আপনা’র সিক্যুয়ালে অভিনয়ের কথা প্রকাশ করেন।
এদিকে তিনি আমির খান নাকি সালমান খানের জায়গায় অভিনয় করবেন সেটা খোলাসা করেননি। তবে ভক্তরা দ্বিতীয় প্রধান চরিত্রের জন্য অর্জুন কাপুরকে দেখার ইচ্ছা পোষণ করেছে। ‘আন্দাজ আপনা আপনা’ ছবির কাহিনি যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে এর সিক্যুয়ালের গল্প।
আরও পড়ুন : দুই কীর্তিমানের প্রয়াণে এফডিসিতে শোকসভা
রণবীর সিং অভিনীত ‘সিম্বা’ মুক্তি পাবে ২৮ ডিসেম্বর। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন সাইফ তনয়া সারা আলী খান। ছবিতেবিশেষ ক্যামিও চরিত্রে দেখা যাবে অজয় দেবগণকেও। সিম্বা পরিচালনা করেছেন রোহিত শেঠি।
সারাবাংলা/আরএসও/পিএম
আরও পড়ুন :
. সাইদুল আনাম টুটুল স্মরণে সভা ও চলচ্চিত্র প্রদর্শনী
. শাহরুখের পছন্দের চরিত্রে অভিনয় করছেন আমির খান
. মা-বাবা’র পাশেই চিরনিদ্রায় আমজাদ হোসেন
. চাওয়ার চেয়েও বেশি পেলেন সারা আলী খান
. দেশের বাইরে যাচ্ছে ‘দহন’
. শাহরুখকে দেখতে চান ভক্ত মালালা
. নকশী কাঁথার মাঠ অবলম্বনে চলচ্চিত্র ‘নকশী কাঁথার খোঁজে’