টেলি সামাদের শারীরিক অবস্থা স্থিতিশীল
২৪ ডিসেম্বর ২০১৮ ১২:৪৭ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮ ১২:৫২
।। এন্টারটেইনমেন্ট করেনপন্ডেন্ট ।।
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন বাংলাদেশের জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ। গত ১৯ ডিসেম্বর থেকে তিনি এই হাসপাতালের নিবিড় পর্যবেক্ষনে রয়েছেন। তবে তার শারীরিক অবস্থার তেমন একটা উন্নতি হয়নি। আবার খারাপের দিকেও যায়নি। সারবাংলাকে এমনটাই জানিয়েছেন টেলি সামাদের মেয়ে সোহেলা সামাদ কাকলী।
আরও পড়ুন : দুই কীর্তিমানের প্রয়াণে এফডিসিতে শোকসভা
তিনি বলেন, ‘বাবার অবস্থা ভালো না মন্দ বুঝতে পারছি না। ভালো মন্দের মাঝে অবস্থান করছে। রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় রক্ত দিতে হচ্ছে। আজ (২৪ ডিসেম্বর) কিছু টেস্টের রিপোর্ট দেয়া হবে তারপর বুঝতে পারবো।’
এর আগে গতকাল (২৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করে টেলি সামাদের শরিরীক অবস্থার খোঁজ খবর নেন। সেসময় তিনি তাদের কোন সাহায্যের প্রয়োজন হলে জানাতে বলেছেন। প্রধানমন্ত্রীর সাহায্য লাগবে কিনা জানতে চাইলে কাকলী বলেন, ‘আমাদের বলার আগেই প্রধানমন্ত্রী বাবার খোঁজ নিয়েছেন। ডাক্তারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাবার চিকিৎসা করার জন্য নির্দেশ দিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রীর সাহায্য লাগতে পারে। কারণ আমাদের এরইমধ্যে অনেক খরচ হয়ে গিয়েছে। বাবাকে সুস্থ করে তুলতে আরও টাকার প্রয়োজন পড়বে।’
টেলি সামাদ মূলত চলচ্চিত্রে কৌতুক অভিনেতা ছিলেন। তিনি ১৯৭৩ সালে ‘কার বউ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। চার দশকে প্রায় ৬০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
সারাবাংলা/আরএসও/পিএম
আরও পড়ুন :
. সাইদুল আনাম টুটুল স্মরণে সভা ও চলচ্চিত্র প্রদর্শনী
. শাহরুখের পছন্দের চরিত্রে অভিনয় করছেন আমির খান
. মা-বাবা’র পাশেই চিরনিদ্রায় আমজাদ হোসেন
. চাওয়ার চেয়েও বেশি পেলেন সারা আলী খান
. দেশের বাইরে যাচ্ছে ‘দহন’
. শাহরুখকে দেখতে চান ভক্ত মালালা
. নকশী কাঁথার মাঠ অবলম্বনে চলচ্চিত্র ‘নকশী কাঁথার খোঁজে’