তারেক মাসুদ চলচ্চিত্র সপ্তাহ
১২ জানুয়ারি ২০১৮ ১৯:৪৪
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
ঢাকা: দেশীয় চলচ্চিত্র আন্দোলনের অন্যতম পথিকৃত তারেক মাসুদ। প্রয়াত এই নির্মাতার সিনেমাগুলো নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘তারেক মাসুদ চলচ্চিত্র সপ্তাহ’। আইসিটি ইন্সটিটিউট ডিজিটাল লাইফের আয়োজন এটি।
আয়োজনের পাঁচ দিন দেখানো হবে ‘মুক্তির গান’, ‘অন্তর্যাত্রা’, ‘রানওয়ে’, ‘নর-সুন্দর’, ‘আদম সুরত’, ‘মাটির ময়না’ সিনেমাগুলো। সবার জন্য উন্মুক্ত এই আয়োজন, সিনেমা দেখতে পাবেন দর্শকরা বিনামূল্যে।
রাজধানী ধানমন্ডির আট নম্বর রোডে ডিজিটাল লাইফ ইন্সটিটিউটে এই আয়োজন চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সারা যাকের, নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, শামিম আক্তার, প্রসূন রহমান, অভিনয়শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচীসহ আরো অনেকে।
প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে চলচ্চিত্র প্রদর্শনী। দেখা যাবে একটি করে তারেক মাসুদের চলচ্চিত্র।
সারাবাংলা/পিএ /কেবিএন