রাফির তৃতীয় সিনেমা, সিয়াম-পূজার সঙ্গী হচ্ছেন রোশান
২২ ডিসেম্বর ২০১৮ ১৭:০২ | আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮ ১৯:৩৭
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
এ বছরই প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করেছেন রায়হান রাফি। প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ দিয়ে দৃশ্যগল্প নির্মাতা হিসেবে নিজের মেধার জানান দিয়েছেন তিনি। পরের সিনেমা ‘দহন’ দিয়ে শক্ত করেছেন নিজের অবস্থান। দুটি ছবিই দারুণ ব্যবসা করেছে সিনেমা বাজারে। গল্প বলার মুন্সিয়ানায় মুগ্ধ হয়েছেন সমালোচক, দর্শকসহ চলচ্চিত্রবোদ্ধারাও।
‘দহন’-এর আঁচ কমতে না কমতেই উঠেছে নতুন প্রশ্ন, পরের সিনেমা কবে বানাচ্ছেন রাফি?
সারাবাংলার এই প্রতিবেদককে রায়হান রাফি জানিয়েছেন, ২০১৯ সালের মার্চ মাসে শুরু করবেন নতুন সিনেমার দৃশ্যধারণের কাজ। ছবিটি প্রযোজনায় থাকবে জাজ মাল্টিমিডিয়া। ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার ইচ্ছে নিয়ে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে বেশ জোরেশোরেই।
রাফির দুটি সিনেমাতেই প্রধান দুটি চরিত্রের বিয়োগান্তক পরিণতি দেখে প্রেক্ষাগৃহে বসে কেঁদেছেন দর্শক। দুটো ছবিতেই ট্র্যাজেডিকে শেকসপিয়রীয় রীতিতে দেখিয়েছেন এই নির্মাতা। তৃতীয় ছবিতেও কি একই রকম গল্প বলবেন রাফি? তরুণ এই পরিচালক বলেন, ‘এবার ভিন্ন একটি গল্প বলতে চাই। গল্পটি চমক হিসেবেই থাকুক। কারা অভিনয় করছে, নতুন কাউকে নিচ্ছি কিনা- সেটাও যথা সময়ে জানানো হবে।’
তবে ছবিটির শিরোনাম এখনো ঠিক করা হয়নি বলে জানিয়েছেন রাফি।
এদিকে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ব্যক্তিগত জায়গা থেকে রাফি আমার পছন্দের নির্মাতা। মার্চে সে শুটিং শুরু করবে। সিনেমার এবারের গল্পটিতে বিচরণ করবে অন্ধকার জগতের মানুষেরা। মানে আন্ডারওয়ার্ল্ডের গল্পে নির্মিত হবে এই ছবি। বাংলা সিনেমার দর্শক এই ছবিটির মাধ্যমে নতুন একটি ভাষার সঙ্গে পরিচিত হবেন।’
‘সিয়াম-পূজা জুটি নাকি নতুন কেউ?’ প্রতিবেদকের এমন প্রশ্নে বেশ সরল স্বীকারোক্তি দেন আব্দুল আজিজ। বলেন, ‘সিয়াম-পূজা থাকবে। তাদের সঙ্গী হবেন নায়ক রোশান। ছবিতে তিনটা চরিত্রই বেশ শক্তিশালী। এর বেশি কিছু এখনই বলবো না। কারণ ছবিটি নিয়ে বড় চমক দেওয়ার ইচ্ছে রয়েছে আমাদের।’
রাফির প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ মুক্তি পেয়েছিল এ বছরের ঈদুল ফিতরে। ‘দহন’ মুক্তি পেয়েছে নভেম্বরের ৩০ তারিখ। দুটো ছবিই এখনো পর্যন্ত চলছে প্রেক্ষাগৃহে। এখনো পর্যন্ত চলচ্চিত্র আড্ডায় ফিরে ফিরে আসছে ছবি দুটোর নাম। গানগুলো ফিরছে মানুষের মুখে মুখে। ফলে রাফিকে নিয়ে সিনেমাপ্রেমীদের আশাটাও অনেক বেশি। এখন দেখার বিষয়, তৃতীয় ছবিতে সেই আশা কতোটা পূরণ করতে পারেন রাফি!
সারাবাংলা/টিএস/পিএম
আরও পড়ুন :
. ‘পুড়ে পুড়ে খাঁটি সোনা হচ্ছি’
. কিংবদন্তির জন্য কান্না…
. আমজাদ হোসেনের প্রতি শ্রদ্ধা থাকবে নিরন্তর
. আইসিইউতে টেলি সামাদ
. শহীদ মিনারে আমজাদ হোসেনের মরদেহ, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
. রশোমন হচ্ছে টিভি সিরিজ