Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বছরের সেরা নায়ক, কী বলছে ইন্ডাস্ট্রি?


২০ ডিসেম্বর ২০১৮ ১৭:২৭ | আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ১৭:৪০

রেজওয়ান সিদ্দিকী অর্ণ, স্টাফ করেসপন্ডেন্ট ।।

বছরের শুরুতে ধারণা করা হচ্ছিল চলতি বছর ঢালিউড কিছুটা হলেও ঘুরে দাঁড়াবে। নবতরঙ্গের ছোঁয়া লাগবে। হাপিত্যেশ কমবে। নির্মিত হবে ভালো ভালো সিনেমা। সেখান থেকে উঠে আসবে কয়েকজন নায়ক-নায়িকা। যারা বাংলা চলচ্চিত্রকে সামনে থেকে নেতৃত্ব দেবেন।

প্রযোজক সমিতির তথ্যমতে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০১৮ সালে ৫৪টি ছবি মুক্তি পেয়েছে। মুক্তিপ্রাপ্ত এসব সিনেমায় একাধিক নতুন ও পুরাতন নায়ক অভিনয় করেছেন। বছরের ক্রান্তিলগ্নে সেসব নায়কের মধ্যে কারা বছরের সেরা নায়ক হিসেবে এগিয়ে সেটা জানার সময় এসেছে।


আরও পড়ুন :  ‘দেবী’র পরিচালকই কি ‘ফুড়ুৎ’ করবেন?


বছরের সেরা নায়ক কে? সহজ প্রশ্নের উত্তরটি বেশ জটিল। এই জটিল বিষয়টি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কয়েকজন চলচ্চিত্র ব্যক্তিত্বর মতামত জানতে চাওয়া হয়েছিল। যদিও অনেকেই এ বিষয়ে প্রকাশ্যে নিজের মতামত জানাতে অপারগতা প্রকাশ করেন।

তবে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকনের মতে এ বছরের সেরা নায়ক শাকিব খান। তিনি সারাবাংলাকে বলেন, ‘আমার মতে বছরের নায়কদের মধ্যে শাকিব খান এগিয়ে। তার মুক্তি পাওয়া সিনেমা অ্যাভারেজ ব্যবসা সফল। আবার একটি দুটি বেশ ভালো চলছে। সে হিসেবে তাকে এগিয়ে রাখা যায়।’

শাকিব খান ২০১৮ সালে সবমিলিয়ে ৮টি ছবিতে অভিনয় করেছেন। ছবিগুলো হলো- ‘আমি নেতা হবো’, ‘চালবাজ’, ‘চিটাগাইঙ্গ্যা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘পাংকু জামাই’, ‘ভাইজান এলো রে’, ‘ক্যাপ্টেন খান’ এবং ‘নাকাব’ । এরমধ্যে ‘চালবাজ’, ‘ভাইজান এলো রে’ ও ‘নাকাব’ আমদানি নীতিমালায় বাংলাদেশে মুক্তি পায়।

বিজ্ঞাপন

যদিও প্রথম দিকে সিনেমা তিনটি যৌথ প্রযোজনায় ছিল। পরবর্তীতে যৌথ প্রযোজনার সিনেমার নতুন নীতিমালার আইনে বলির পাঠা হয়  সিনেমা তিনটি।

এদিকে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদের মতে ব্যবসায়িক সফলতা বিবেচনা করলে এগিয়ে থাকবেন ঢালিউডের তরুণ তুর্কি সিয়াম আহমেদ। তিনি বলেন, ‘এ বছর সিয়াম আলোচিত নায়ক। ছেলেটির দম আছে। দুটি ছবিতে অভিনয় করেছেন। দুটিই ব্যবসা সফল। সিয়াম এ বছর সেরা আবিষ্কার। সেরা নায়কও বটে। এরপর শাকিব খান ও চঞ্চল চৌধুরী।’

টেলিভিশনে নিজেকে প্রমাণ করে চলচ্চিত্রে আসেন সিয়াম। ২০১৮ সালেই মুক্তি পেয়েছে তার দুটি ছবি। ছবি দুটি হল-‘পোড়ামন ২’ এবং ‘দহন’। বড় পর্দায়ও সিয়াম নিজের জাত চিনিয়েছেন। মুক্তি পাওয়া দুটি সিনেমাই ব্যবসা সফল হয়েছে। আর সেকারণে কেউ কেউ তাকে ঢালিউডের সিন্দাবাদের সঙ্গে তুলনা করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক দেশের বড় এক চলচ্চিত্র প্রযোজনা সংস্থার প্রধানও সিয়ামকে এগিয়ে রাখলেন। তার মতে, ‘সিয়ামের মুক্তি পাওয়া দুটি সিনেমাই বছরের সেরা হিট ছবি। বিপরীতে শাকিব খানের ছবি অ্যাভারেজ ব্যবসা করেছে। ব্যবসার হিসেবে সিয়াম এগিয়ে থাকবে। চঞ্চল চৌধুরী অভিনীত ছবিটিও ব্যবসা করেছে। তিনিও সেরা নায়কের দৌড়ে এগিয়ে আছেন।’

মন্তব্য প্রদানে গোপনীয়তা অবলম্বন করার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এসব বিষয়ে সরাসরি কিছু বলা ঠিক না। অনেকে মন খারাপ করবেন। ইন্ডাস্ট্রির সবাই আমার বন্ধু। বন্ধুর মন খারাপ করা আমার কাজ নয়।’

এদিকে বুকিং এজেন্ট সমিতির সভাপতি সারোয়ার আলী দীপু বছরের সেরা নায়ক হিসেবে শাকিব খানকে এগিয়ে রেখেছেন। তিনি বলেন, ‘আমার চোখে শাকিব সেরা। তার কিছু ভক্ত আছে যারা সিনেমা হলে যায়। অ্যাভারেজ বলতে গেলে তিনিই সেরা।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সবশ্রেণির মানুষ শাকিব খানের ছবি দেখেনা। মধ্যবিত্ত বা উচ্চশ্রেণির মানুষ সেভাবে তার ছবি দেখে না। আবার সিয়ামের ছবি সব ধরনের মানুষ দেখেছে। বলতে গেলে বছরে শাকিব খানের সঙ্গে সিয়ামের একটি অঘোষিত প্রতিযোগিতা চলেছে।’

অন্যদিকে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে মনে করছেন সিনেমা ইন্ডাস্ট্রির মেরুদন্ড সোজা করে দাঁড়ানো জন্য প্রতিশ্রুশীল আরও কিছু নায়ক আসতে হবে। কয়েকজন ভালো নায়ক আসলে তাদের মধ্যে সুস্থ্য প্রতিযোগিতা তৈরী হবে। আর সেটি সম্ভব হলেই এগিয়ে যাবে ইন্ডাস্ট্রি।

সারাবাংলা/আরএসও/পিএম


আরও পড়ুন :

.   আফ্রিকায় আনন্দে সাইফিনা

.   আপত্তির মুখে কৃপাণ উধাও

.   শিরোনামহীন দ্বন্দ্ব: কপিরাইট বোর্ডে হারলেন তুহিন

.   শহীদ মিনারে সাইদুল আনাম টুটুলকে শেষ শ্রদ্ধা

.   উত্তাপহীনভাবে মুক্তি পাচ্ছে শুক্রবারের দুই ছবি

.   বিশ্বাসই করবো না আপনি নেই

.   লন্ডনে শেষ হলো ‘গণ্ডি’র কিছু অংশের শুটিং

.   এশিয়ান ফিল্ম স্কুলে দেশের দুই তরুণ

.   ঢাকার পর্দায় আসছে পানির সুপারহিরো ‘অ্যাকুয়াম্যান’

.   ‘নোলক’ ছবির শিরোনাম সংগীত গাইলেন জে কে


আরও দেখুন :  নায়কের বিয়ে [ভিডিও স্টোরি]

চঞ্চল চৌধুরী শাকিব খান সিয়াম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর