ঢাকার পর্দায় আসছে পানির সুপারহিরো ‘অ্যাকুয়াম্যান’
২০ ডিসেম্বর ২০১৮ ০০:৩৯ | আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ১৩:৩২
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
হলিউডের দর্শকদের বছর শেষের চমক উপহার দিতে যাচ্ছে ডিসি কমিকস। চমকের নাম ‘অ্যাকুয়াম্যান’। বলা হচ্ছে, জেমস ওয়ান পরিচালিত চলচ্চিত্র অ্যাকুয়াম্যান-এর মাধ্যমে নতুন করে সাজতে চলেছে ডিসি কমিকস। ২১ ডিসেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে এ ছবি।
নির্মাণের শুরু থেকেই আলোচনা তৈরি করে ‘অ্যাকুয়াম্যান’। এর বাইরে অন্য একটি কারণও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল, আর তাহলো এ ছবিতেই অভিনয় করেছেন ‘গেম অব থ্রোনস’খ্যাত তারকা অভিনেতা জেসন মোমোয়া। তার সঙ্গে রয়েছে নিকোল কিডম্যান। গত ২৬ নভেম্বর লন্ডনে ছবিটির প্রিমিয়ার হওয়ার পর দারুণ ইতিবাচক প্রতিক্রিয়া পায় ছবিটি। চলচ্চিত্র বিষয়ক ওয়েবমাধ্যম ‘স্লাশফিল্ম’-এর পিটার সাইরিটা তার প্রতিক্রিয়ায় বলেন, ‘প্রত্যাশার চেয়ে বেশি কিছু অ্যাকুয়াম্যান।’ একই সঙ্গে তিনি এ ছবির খলনায়ক ব্ল্যাক মান্টার অভিনয়ের প্রশংসা করেছেন।
আরও পড়ুন : ‘নোলক’ ছবির শিরোনাম সংগীত গাইলেন জে কে
আবার কেউ বলেছেন, ‘অ্যাকুয়াম্যানকে ভালোবেসে ফেলেছি। অবশ্যই ছবিটি ডিসি ইউনিভার্সের এ-যাবৎকালের সেরা ছবিগুলোর একটি’।
ছবিতে অ্যাকুয়াম্যান চরিত্রের অভিনেতা জেসন মোমোয়া। ১৯৯৮ সালে মডেলিংয়ে নাম লেখান মোমোয়া। ১৯৯৯ সালেই হাওয়াইয়ের ‘মডেল অব দ্য ইয়ার’ খেতাব জয় করেন এই তারকা। শুরুটা ছিল সেখানেই। ড্রামা সিরিজ ‘বেওয়াচ হাওয়াই’-এ অভিনয় করেন তিনি। বয়স তখন মাত্র ১৯ বছর। এরপর একে একে নর্থ শোর, জনসন ফ্যামেলি ভ্যাকেশন, দ্য গেইম, স্টারগেট: আটলান্টিস ইত্যাদি সিরিজে কাজ করেন মোমোয়া। এরপরই তার কাজের ঝুলিতে যুক্ত হয় ‘গেম অব থ্রোনস’। হাকা চরিত্রে অভিনয় করেন এই তারকা। হাতে আসে ‘রেড রোড’ সিরিজের কাজ।
এরমধ্যে বেশকিছু বড় বাজেটের চলচ্চিত্রে অভিনয় করেন মোমোয়া। ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস, ওয়ানস আপন আ টাইম ইন ভেনিস, জাস্টিস লিগ ডিসি কমিকসের বেশ কয়েকটি কাজে দেখা যায় মোমোয়াকে। আর এবার, পানির নিচের রাজ্য আটলান্টিসের উত্তরাধিকারী হয়ে একক চলচ্চিত্রে আর্থার কারি চরিত্রে দেখা দেবেন মোমোয়া। যেখানে তাকে দেখা যাবে মাটির পৃথিবীর বিরুদ্ধে সমুদ্রের সাতটি রাজ্যকে এক করার কাজ করতে।
সারাবাংলা/পিএ
আরও পড়ুন :
. সিয়াম-অবন্তীর হানিমুন লিস্টে প্রথমে দেশ
. শুক্রবার দেশে আসবে আমজাদ হোসেনের মরদেহ
. নির্বাচনের পর বঙ্গবন্ধুর বায়োপিকের কাজ শুরু : শ্যাম বেনেগাল
. ‘নায়ক প্রীতম’-এর জন্য নায়িকা খুঁজছে জাজ
. এবার অভিনয়…
. রোহিত শেঠির পরবর্তী ছবিতে অক্ষয় কুমার
. সুমন গাইলেন নতুন গান
. বৃহস্পতিবার শহীদ মিনারে টুটুলকে শেষ শ্রদ্ধা
আরও দেখুন : নায়কের বিয়ে [ভিডিও স্টোরি]