রোহিত শেঠির পরবর্তী ছবিতে অক্ষয় কুমার
১৯ ডিসেম্বর ২০১৮ ১৩:৪৩ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮ ১৪:০৩
।। এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
রোহিত শেঠি পরিচালিত ‘সিম্বা’ মুক্তির পাবে চলতি মাসে। আর সেকারণে ছবির প্রচারনায় দম ফেলার ফুসরত নেই এই পরিচালকের। প্রচারনার জন্য ছুটছেন এক জায়গা থেকে অন্য জায়গা। মুখোমুখি হচ্ছেন সংবাদ মাধ্যমের। উত্তর দিচ্ছেন সাংবাদিকদের নানা প্রশ্নের।
আরও পড়ুন : বৃহস্পতিবার শহীদ মিনারে টুটুলকে শেষ শ্রদ্ধা
সম্প্রতি প্রচারনার সময় ভারতীয় সংবাদ মাধ্যমের এক সাংবাদিক তার পরবর্তী ছবি এবং সম্পর্কে জানতে চেয়েছিলেন। উত্তরে রোহিত পরবর্তী ছবিতে অক্ষয় কুমারকে নিয়ে করবেন বলে জানান। তিনি বলেন, ‘নতুন ছবির জন্য অক্ষয় কুমারের সঙ্গে আলোচনা করছি। এটা অস্বীকার করা যাবে না। কিন্তু এখনো সেরকম আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি। ছবিটি আমি পরিচালনা করবো। সময় লাগবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে। আমরা সবেমাত্র দুইবার আলোচনা করেছি নতুন সিনেমা নিয়ে।’
এদিকে রোহিত শেঠি মুক্তি প্রতীক্ষিত ‘সিম্বা’র সিক্যুয়াল নির্মাণের ইচ্ছার কথা জানান। তিনি বলেন, ‘আমার লেখা সেরা গল্পের ছবি “সিম্বা”। তাই এর সিক্যুয়াল নির্মাণ করতে চাই। আমি বলছিনা “সিংহাম” ও “সিম্বা”কে একসঙ্গে হাজির করবো। সিক্যুয়ালে কি দেখানো হবে সেটা এখনো জানিনা। গল্প মনে আছে। কিন্তু সেটা এখনো প্রাথমিক পর্যায়ে।’
‘সিম্বা’তে অভিনয় করেছেন রণবীর সিং, সারা আলী খান। বিশেষ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগb। আগামী ২৮ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।
সারাবাংলা/আরএসও/পিএম
আরও পড়ুন : সুমন গাইলেন নতুন গান
আরও দেখুন : নায়কের বিয়ে [ভিডিও স্টোরি]