এবার অভিনয়…
১৯ ডিসেম্বর ২০১৮ ১৪:১২ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮ ১৪:২৪
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
চলতি বছরের ২৫ জানুয়ারী মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা বানশালির সিনেমা ‘পদ্মাবত’। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছিলেন দীপিকা পাডুকন। এরপর বছর প্রায় পেরিয়ে গেলেও নতুন কোন ছবিতে অভিনয় করেননি দীপিকা। এমনকি অভিনয়ের জন্য টিভিপর্দায়ও দেখা যায়নি তাকে।
আরও পড়ুন : রোহিত শেঠির পরবর্তী ছবিতে অক্ষয় কুমার
এই সময়ে দীপিকা খবরের ছিলেন কেবলমাত্র বিয়ের কারণে।
যাই হোক, বিয়ের পর্ব শেষ। এবার অভিনয়ে ফেলার পালা। ইতিমধ্যেই মেঘনা গুলজারের ‘ছাপাক’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দীপিকা। এসিড সন্ত্রাসের শিকার লক্ষী আগারওয়ালের জীবনী অবলম্বনে এগুবে ছাপাক ছবির গল্প। নতুন বছরের প্রথম মাসে শুরু হবে দৃশ্য ধারণের কাজ।
ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, লক্ষী আগারওয়াল দীপিকার কাছে রোল মডেল। সাহসি এই মানুষটির চরিত্রে অভিনয় করতে পেরে বেশ খুশি দীপিকা। ছবিতে লক্ষীর স্বামী অলোক দিক্ষীতের চরিত্রে অভিনয় করবেন বিক্রান্ত মাসেয়। অনেক আগেই ছবিটির ঘোষণা এলেও গতকাল ঠিক হয়েছে শিরোনাম। বাংলার যার অর্থ দাঁড়ায় ‘জলের ছিটা’।
মেঘনা জানিয়েছেন, ছবিটির দৃশ্যধারণের জন্য মুম্বাই ও দিল্লীর বেশ কয়েকটি জায়গা নির্বাচন করা হয়েছে।
প্রসঙ্গত এ বছর ‘রাজী’ শিরোনামে মেঘনা আরও একটি সিনেমা নির্মাণ করেছিলেন। আলিয়া-ভিকি কৌশল অভিনীত ছবিটি দারুণ ব্যবসা করে ভারতে। সেই সঙ্গে প্রশংসিতও হয়।
সারাবাংলা/টিএস/পিএম
আরও পড়ুন :
সুমন গাইলেন নতুন গান
বৃহস্পতিবার শহীদ মিনারে টুটুলকে শেষ শ্রদ্ধা
আরও দেখুন : নায়কের বিয়ে [ভিডিও স্টোরি]