সমালোচিত বিজ্ঞাপন প্রসঙ্গে ব্যাখ্যা দিলেন তিশা
১৮ ডিসেম্বর ২০১৮ ১৭:০৮ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ১৭:২০
।। এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
মুঠোফোন সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের টেলিভিশন বিজ্ঞাপন নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছে। অভিযোগ, বিজ্ঞাপনে সিনেমা মোবাইলে ডাউনলোড করে দেখার জন্য উৎসাহিত করা হচ্ছে। বিতর্কিত এই বিজ্ঞাপনে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও তিশা। নেটিজনরা তাই এই দুই জনপ্রিয় অভিনয়শিল্পীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।
আরও পড়ুন : চলে গেলেন সাইদুল আনাম টুটুল
বিষয়টি নিয়ে কথা বলার জন্য যোগাযোগ করা হয় চঞ্চল চৌধুরীর সঙ্গে। ব্যস্ততার অযুহাতে তিনি বিষয়টি এড়িয়ে যান। তবে নুসরাত ইমরোজ তিশা বিষয়টি নিয়ে নিজের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দিয়েছেন।
তিশা সারাবাংলাকে বলেন, ‘আমি ফেসবুক ব্যবহার করিনা। তাই এটা নিয়ে সমালোচনা হচ্ছে কিনা জানিনা! তবে যদি সমালোচনা হয় তাহলে বলবো এটা করা ঠিক হচ্ছে না। সবাই যদি খেয়াল করে দেখে তাহলে ভুল ভাঙবে। বিজ্ঞাপনের গল্পে সিনেমা ডাউনলোড করার কথা বলা হলেও শেষে কিন্তু মেয়েটি সিনেমা হলের দিকে রওয়ানা দেয়।’
তিনি আরও বলেন, ‘আর এই বিষয়টি নিয়ে আমাদের দোষারোপ না করে কতৃপক্ষদের কাছে জানতে চাইলে ভালো। আমরা কেবলমাত্র অভিনয় করেছি। গল্প আমাদের না।’
কিন্তু বাংলাদেশের জনপ্রিয় দুজন অভিনয়শিল্পীর জেনে বুঝে বিতর্কিত বিজ্ঞাপনে অভিনয় করা কতোটা যৌক্তিক? উত্তরে তিশা বলেন, ‘বিজ্ঞাপনটি আসলে সবাই নেতিবাচকভাবে দেখছে। এখানে একটা মেসেজ আছে। বিজ্ঞাপনে বোঝানো হয়েছে, ডাউনলোড করতে পারলেও সবাই সিনেমা হলেই যাওয়া উচিত সিনেমা দেখতে। আমার কাছে মনে হয় ডাউনলোড করেছি এদিকে নজর না দিয়ে, ডাউনলোড করার পরও যে সিনেমা হলে যাচ্ছি সেদিকে নজর দেয়া উচিত।’
সারাবাংলা/আরএসও/এএসজি
আরও পড়ুন :
‘বাণিজ্যিক ছবির অনেক প্রস্তাব পেয়েছি’
ছবির প্রচারনায় বিয়ে বাড়িতে রণবীর!
নতুন বছরের মার্চ থেকে ‘মিশন এক্সট্রিম’
চীনাদের আমির প্রীতি
আরও দেখুন : নায়কের বিয়ে [ভিডিও স্টোরি]