চলে গেলেন সাইদুল আনাম টুটুল
১৮ ডিসেম্বর ২০১৮ ১৫:৩২ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ২২:২০
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
বরেণ্য চলচ্চিত্র ও নাট্য পরিচালক, চিত্রসম্পাদক সাইদুল আনাম টুটুল মারা গেছেন। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকেলে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করছেন সাইদুল আনাম টুটুলের সহকারি পরিচালক রতন কুমার বর্মন এবং ল্যাবএইড হাসপাতালের জনসংযোগ বিভাগের কর্মকর্তা সাইফুর রহমান লেনিন।
এর আগে সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হলে সাইদুল আনাম টুটুলকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
এর আগেও হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাইদুল আনাম টুটুল।
সাইদুল আনাম টুটুল ব্যস্ত ছিলেন তার নতুন সিনেমা ‘কালবেলা’র কাজ নিয়ে। ছবির অধিকাংশ কাজ শেষ হলেও একটি গানের শুটিং বাকি ছিল। রাজশাহীতে হবে গানটির দৃশ্যধারণের কাজ। চলছিল তারই পরিকল্পনা।
সাইদুল আনাম টুটুল পরিচালিত সিনেমা ‘আধিয়ার’ বিভিন্ন মহলে ব্যপক প্রশংসিত হয়। আর ‘সূর্য দীঘল বাড়ী’ সিনেমার ভিডিও সম্পাদনার জন্য তিনি পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সাইদুল আনাম টুটুল নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ছিলেন।
সারাবাংলা/পিএ/পিএম
আরও পড়ুন :
‘বাণিজ্যিক ছবির অনেক প্রস্তাব পেয়েছি’
ছবির প্রচারনায় বিয়ে বাড়িতে রণবীর!
নতুন বছরের মার্চ থেকে ‘মিশন এক্সট্রিম’
চীনাদের আমির প্রীতি