ছবির প্রচারনায় বিয়ে বাড়িতে রণবীর!
১৮ ডিসেম্বর ২০১৮ ১২:৫৪ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ১৩:০০
।। এন্টারটেইনমেন্ট ডেস্ক।।
কথায় আছে- প্রচারেই প্রসার। বলিউড পাড়ার মানুষগুলো এই কথাটি মনেপ্রাণে বিশ্বাস করেন। সেকারণে তাদের সিনেমা মুক্তির আগে প্রচারনার ধুম লেগে যায়। আর বড় বাজেটের সেসব প্রচারনায় অংশ নেন স্বয়ং অভিনয়শিল্পীরা। এতে করে মানুষের সিনেমাটির প্রতি আগ্রহ বেড়ে যায় অনেকখানি।
অনেক তারকারা এমন সব ব্যতিক্রমী প্রচারনা করে থাকেন যা মানুষকে অবাক করে দেয়। এই ধরুন রণবীর সিংয়ের কথা। তিনি তো তার মুক্তিপ্রতীক্ষিত ছবি ‘সিম্বা’র প্রচারে সরাসরি বিয়ে বাড়িতে ঢুকে পড়লেন।
আরও পড়ুন : নতুন বছরের মার্চ থেকে ‘মিশন এক্সট্রিম’
মুম্বাইয়ের একটি হোটেলে ছবির প্রচারনা করছিলেন রণবীর সিং। সেই হোটেলেই হচ্ছিল একটি বিয়ের অনুষ্ঠান। রণবীর তার ছবির প্রচারে এই মজার সুযোগ হাতছাড়া করতে চাইলেন না। হুট করে ঢুকে পড়লেন বিয়ের অনুষ্ঠানে। তার আচমকা উপস্থিতি চমকে দিয়েছে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে। পড়ে গেলো রণবীরের সঙ্গে সেলফি আর ছবি তোলার হিড়িক। বাদ যায়নি বরও। আর সেই ছবি এখন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায়।
আরও পড়ুন : চীনাদের আমির প্রীতি
চলতি ডিসেম্বরের ২১ তারিখ মুক্তি পাবে ‘সিম্বা’। রণবীর সিংয়ের বিপরীতে ছবিটিতে অভিনয় করেছেন সাইফ কন্যা সারা আলী খান। ইতোমধ্যে বেরিয়েছে ছবির গান ও ট্রেলার।
সারাবাংলা/আরএসও/পিএম
আরও পড়ুন :
বাড়ি বেদখলের আতংকে দিলীপ কুমার, চাইছেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ
আবারও একসঙ্গে শাহরুখ-কাজল
বাংলা চলচ্চিত্রের প্রচার ও প্রসারে কাজ করবে ‘মিডিয়া মেজ গাল্ফ’
‘গল্প-সংক্ষেপ’ পেলো সেরা স্বল্পদৈর্ঘ্য ছবির পুরস্কার
জুটি বাঁধছেন টাইগার-সারা!
আইয়ুব বাচ্চু স্মরণে আসিফের গান
নাট্যকার মান্নান হীরা হাসপাতালে
আরও দেখুন : নায়কের বিয়ে [ভিডিও স্টোরি]