Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলা চলচ্চিত্রের প্রচার ও প্রসারে কাজ করবে ‘মিডিয়া মেজ গাল্ফ’


১৭ ডিসেম্বর ২০১৮ ১৭:৪২ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮ ১৮:০৫

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

একদিকে বাংলা সিনেমা হতাশা জন্ম দিচ্ছে, অন্যদিকে কিছু বাংলা সিনেমা আশার সঞ্চার করছে। গত কয়েক বছর ধরে দেশে নির্মিত চলচ্চিত্র বিদেশেও বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে। সেই সাথে প্রশংসাও কুড়াচ্ছে।


আরও পড়ুন :  ‘গল্প-সংক্ষেপ’ পেলো সেরা স্বল্পদৈর্ঘ্য ছবির পুরস্কার


বিদেশে বাংলা সিনেমার দর্শক মূলত বাঙালিরা। মধ্যপ্রাচ্যে প্রচুর প্রাবাসী বাংলাদেশীর বসবাস রয়েছে। সেখানে বসবাসকারী বাংলাদেশীরা চাইলেই নিজ দেশের সিনেমা বড় পর্দায় দেখতে পারেন না। অপেক্ষা করতে হয় অনলাইনে প্রকাশের জন্য।

এবার মধ্যপ্রাচ্যে বাংলা চলচ্চিত্রের প্রচার ও প্রসারের লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘মিডিয়া মেজ গাল্ফ’ প্রতিষ্ঠান। গতকাল (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে দুবাইয়ে টাইম গ্র্যান্ড প্লাজা হোটেলে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

‘মিডিয়া মেজ গাল্ফ’ চলচিত্রে  বিনিয়োগ, চলচ্চিত্র নির্মাণ, দুবাইয়ে বাংলাদেশী সিনেমার শ্যুটিং সুবিধা প্রদান এবং ভিজ্যুয়াল কমিউনিকেশন- বিষয়ে পেশাদার টিম তৈরী করার কাজ করছে। এটি যৌথভাবে প্রতিষ্ঠা করেছেন ঢাকা অ্যাটাক খ্যাত পরিচালক দীপংকর দীপন ও দুবাই প্রবাসী জিয়াউর রহমান এবং আহমেদ ইখতিয়ার পাভেল।

দীপংকর দীপন বলেন, ‘আমরা চেষ্টা করছি বাংলা চলচ্চিত্রকে সারাবিশ্বে ছড়িয়ে দিতে। বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিরা বাংলা সিনেমা দেখতে চায়। মধ্যপ্রাচ্যেও অনেক বাংলা ছবির চাহিদা আছে। তাছাড়া বাংলাদেশি পরিচালকরা এখানে যেন কোনো ঝামেলা ছাড়া সিনেমার শুটিং করতে পারে সেজন্য আমরা কাজ করে যাবো।’

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার জাফর চৌধুরী, আল আইনের কমিউনিটি নেতা সিআইপি শেখ ফরিদ, মালয়েশিয়ান ট্রেড সেন্টারে নির্বাহী শেখ আহমেদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোতালেব রহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফার শারমীন আহসান, বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী ইয়াসমীন মেরুনাসহ আরও অনেকে।

বাংলাদেশ থেকে মিডিয়া মেজকে ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে মোস্তফা সারয়ার ফারকী,  মিশা সওদাগর, আব্দুল আজিজ, গোলাম সোহবার দোদুল, জয়া আহসান, মেহের আফরোজ শাওন, বুবলী, বাঁধন, সুমন আনোয়ার, সোহানা সাবা, এবিএম সুমন, বাপ্পী চৌধুরী, সানী সানোয়ার, ফাখরুল আরেফিন, মোহাম্মাদ আলী হায়দার, মাজনুন মিজান, আফজাল হোসেন মুন্না। মিডিয়া মেজের মাধ্যমে বাংলা চলচ্চিত্রের উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার করেছেন তারা।

সারাবাংলা/আরএসও/পিএ


আরও পড়ুন :

জুটি বাঁধছেন টাইগার-সারা!

আইয়ুব বাচ্চু স্মরণে আসিফের গান

নাট্যকার মান্নান হীরা হাসপাতালে


আরও দেখুন :  একজন আমজাদ হোসেন [ভিডিও স্টোরি]

দীপংকর দীপন বাংলা চলচ্চিত্র মেজ গাল্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর