Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় তারকারা


১৩ ডিসেম্বর ২০১৮ ১৪:০৫ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮ ১৪:৫৭

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার শুরুর তৃতীয় দিনে বৃহস্পতিবার জাতীয় শহীদ মিনারে এসেছিলেন শোবিজ অঙ্গনের তারকারা। আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ভোটারদের নৌকা মার্কায় ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন হাসান ইমাম-রোকেয়া প্রাচী ও জ্যোতিকা জ্যোতিরা।


আরও পড়ুন :  এ দেশ আমাদের মা, তাকে শ্রদ্ধা করতে হবে : শাহীন সামাদ


শহীদ মিনারের এ আয়োজনে উপস্থিত ছিলেন অভিনেতা সৈয়দ হাসান ইমাম, রাইসুল ইসলাম আসাদ, জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, তানভীন সুইটি, শমী কায়সার, তারিন, বাঁধন, চিত্রনায়ক শাকিল খান, গায়ক এস ডি রুবেল, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চিত্রনায়িকা নূতন, অরুণা বিশ্বাস, নায়ক সায়মনসহ আরও অনেক শিল্পী-কলাকুশলীরা।

সারাবাংলাকে রোকেয়া প্রাচী বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন। আওয়ামী লীগের শাসনামলে যে উন্নয়ন হয়েছে দেশের তার ধারাবাহিকতা ধরে রাখতে আমাদেরকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। আমরা চাইনা দেশবিরোধী বা স্বাধীনতা বিরোধীরা আবার ক্ষমতায় বসুক। দেশকে পিছিয়ে দিক। সেজন্য সবাই মিলে একযোগে নৌকা প্রতীকের হয়ে কাজ করতে হবে।’

অভিনেতা হাসান ইমাম বলেছেন, ‘এখানে নৌকার প্রচারণায় এসেছি। মনে প্রাণে চাচ্ছি দলটি যেন আবারও ক্ষমতায় আসতে পারে এবং উন্নয়নের ধারবাহিকতা বজায় থাকে।’

ময়মনসিংহের একটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাওয়া অভিনেত্রী জোতিকা জ্যোতিও এসেছিলেন প্রচারণায়। সারাবাংলার এই প্রতিবেদককে তিনি বলেন, ‘আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার শহীদ মিনার থেকে শুরু করলো শিল্পীরা। আমি আওয়ামী লীগের সমর্থক। আমি এখানে এসেছি কারণ আমি জানি শেখ হাসিনার কোন বিকল্প নেই। শেষ দশ বছরে যে উন্নতি দেখেছে বাংলাদেশ সেটা সম্ভব হয়েছে তার দূরদর্শী চিন্তার কারণে। তাই আমি চাইবো তিনি এবারও জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করবেন।’

বিজ্ঞাপন

অভিনেতা মাহফুজ বলেন, ‘আমি বাংলাদেশের পক্ষের লোক। দেশের যুবসমাজ যেন সামনে এগিয়ে যেতে পারে এমন পরিবেশ বজায় রাখতে আমাদেরকে নৌকায় ভোট দিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাকে বজায় রাখতে হবে।’ এ সময় অভিনেতা রাইসুল ইসলাম আসদও একই মতামত দেন।

অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াসেফ ওসমানসহ আরও অনেকে।

প্রসঙ্গত, বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০ শে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/টিএস/পিএম


আরও পড়ুন :  দেশপ্রেমের গল্পে ‘একটি কৃতজ্ঞতাপত্র’


অরুণা বিশ্বাস আওয়ামী লীগ এস ডি রুবেল কাদশ জাতীয় সংসদ নির্বাচন জাহিদ হাসান তানভীন সুইটি তারিন নূতন বাঁধন মাহফুজ আহমেদ মুশফিকুর রহমান গুলজার রাইসুল ইসলাম আসাদ শমী কায়সার শেখ হাসিনা সায়মন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর