Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বানশালির ছবিতে অভিনয়, কি বললেন আনুশকা?


১১ ডিসেম্বর ২০১৮ ১৫:০৭

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

গত কয়েকদিন ধরে গণমাধ্যমের পেজ থ্রি আনুশকা শর্মাকে করা হচ্ছে। কারণ একটাই, তিনি সঞ্জয় লীলা বানশালির নতুন সিনেমায় অভিনয় করছেন। শুধু তাই নয়, এই সিনেমায় আরও থাকবেন সালমান খান। সে কারণে বাড়তি আগ্রহ সবার।

তবে আপাতত সেই বাড়তি আগ্রহে লাগাম টেনে ধরতে হচ্ছে। বানশালির সিনেমায় অভিনয় করছেন না আনুশকা। ভারতীয় সংবাদ মাধ্যমকে আনুশকা শর্মার মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ‘বানশালির সঙ্গে কাজ করতে পারা ভাগ্যের ব্যাপার। আনুশকাও চান তার সঙ্গে কাজ করতে। তবে এখন তিনি তার কোনো ছবিতে অভিনয় করছেন না। সংবাদ মাধ্যমে যে খবর বেরিয়েছে তা মিথ্য। এ ধরনের মিথ্যা সংবাদ পরিহার করতে অনুরোধ জানাচ্ছি।’

সবশেষ ‘সুলতান’ সিনেমায় সালমান খান-আনুশকাকে এক পর্দায় দেখা গিয়েছিল। ২০১৬ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। তবে এ যাবতকালে সঞ্জয় লীলা বানশালির কোনো ছবিতে সিনেমা অভিনয় করেননিেআনুশকা।

সারাবাংলা/আরএসও/

আনুশকা শর্মা সঞ্জয় লীলা বানশালি সালমান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর