Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিঁদুররাঙা প্রিয়াঙ্কা


১১ ডিসেম্বর ২০১৮ ১৬:৩৩

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বিয়ের পর বেশ কয়েকবার প্রিয়াঙ্কা চোপড়াকে প্রকাশ্যে দেখা গেছে। তবে একবারও তার সিঁথিতে সিঁদুর দেখা যায়নি। হিন্দু রীতিতে বিয়ে করলেও কপালে সিঁদুর না দেওয়ায় প্রিয়াঙ্কাকে নিয়ে ভালো সমালোচনা হয়েছে অন্তর্জালে। ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীরা তাকে ভারত বিরোধী বলেও শাসিয়েছে।

প্রিয়াঙ্কা অবশ্য এসব নিয়ে ভাবছেন না। চলছেন নিজের খেয়াল খুশী মতো! এ কারণেই এতোদিন সিঁদুর না পরলেও গতকাল ঠিকই নিজেকে সিঁদুরে রাঙিয়েছেন এই নায়িকা।

নতুন বছরের শুরুর আগে এখন চলছে চলতি বছরকে বিদায় বলার আয়োজন। সেদিন মুম্বাইতে এমনি একটি পার্টিতে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা। স্বামী নিক জোনাসের পাশে তাকে ভারতীয় দেবীর মতো আকর্ষণীয় মনে হচ্ছিল। বেশ হাসি খুশী প্রিয়াঙ্কা এদিন পার্টিতে আসা বন্ধুদের সঙ্গে নিককে পরিচয় করিয়ে দেন।

পার্টিতে প্রিয়াঙ্কা এসেছিলেন বাহারি এক গাউন পরে। সেই সঙ্গে হাতে শাঁখা-চুড়ি আর গলায় পরেছিলেন সোনার চেইন।

এদিকে ক’দিন আগেই প্রিয়াঙ্কা বলেছিলেন জীবনের শ্রেষ্ঠ সময়টা পার করছেন এই অভিনেত্রী। নিক জোনাসকে সঙ্গী হিসেবে পেয়ে তার জীবন পূর্ণতা পেয়েছে বলেও মন্তব্য করেনি এই অভিনেত্রী।

প্রসঙ্গত চলতি মাসের ১ ও ২ তারিখে যোধপুরের উমেদ ভবন প্রাসাদে প্রিয়াঙ্কা ও নিক খ্রিস্টান ও হিন্দু ধর্মের রীতি মেনে বিয়ে করেন। এরপর দিল্লির তাজ প্যালেস হোটেলে করেন অভ্যর্থনা অনুষ্ঠান। যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যোগ দেন এবং নব-দম্পতিকে শুভকামনা জানান।

সারাবাংলা/টিএস/পিএম

নিক জোনাস প্রিয়াঙ্কা চোপড়া

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর